|
|
|
|
সাহায্যপ্রাপ্ত স্কুল স্পনসর্ড হচ্ছে, সায় মন্ত্রিসভার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলকে সরকারের ‘স্পনসর্ড’ বা পোষিত স্কুলে রূপান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের স্কুলশিক্ষা দফতর। বিষয়টিকে ছাড়পত্র দিল রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রক্রিয়ায় সায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ‘রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান’ প্রকল্পে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের পরিকাঠামো, রক্ষণাবেক্ষণের জন্য অর্থসাহায্য করে দিল্লি। আর্থিক সাহায্য দেওয়া হয় শুধু সরকারি এবং সরকার পোষিত স্কুলকেই। কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় ৯,০০০ স্কুলের মধ্যে মাত্র ৪২টি সরকারি এবং ৬১টি সরকার পোষিত। বাকি সব ক’টিই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল।
সরকারি স্কুলের জমি-বাড়ি ইত্যাদি সরকারের সম্পত্তি। শিক্ষক নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র পরীক্ষার মাধ্যমে। কিন্তু সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সম্পত্তি সরকারের নয়। এই দু’টি ক্ষেত্রেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মারফত শিক্ষক নিয়োগ হয়। তবে পোষিত স্কুলে পরিচালন সমিতির সভাপতি ও সম্পাদক হন সরকার মনোনীত। সাহায্যপ্রাপ্ত স্কুলের পরিচালন সমিতির গঠনে সরকারের কার্যত কোনও ভূমিকাই নেই। তাই পোষিত স্কুল পরিচালনার ক্ষেত্রে সরকারের প্রভাব কিছুটা বেশি বলে স্কুলশিক্ষা দফতরের আধিকারিকদের অভিমত।
সাহায্যপ্রাপ্ত বিভিন্ন স্কুলের মধ্যে কারা কারা সরকার স্পনসর্ড বা পোষিত হতে চায়, তা জানতে চেয়ে স্কুলগুলির কাছ থেকে আবেদন চেয়েছিল স্কুলশিক্ষা দফতর। আবেদন জানানোর কথা ছিল ডিসেম্বরের মধ্যে। রাজ্যের সাড়ে পাঁচ হাজার সাহায্যপ্রাপ্ত স্কুল সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে চেয়ে আবেদন জানায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরে জানান, আবেদনকারী স্কুলগুলিকে এ বার ওই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনা হবে।
আর যে-সব স্কুল সরকার পোষিত হওয়ার জন্য আবেদন জানায়নি, তাদের ফের আবেদন জানানোর সুযোগ দেওয়ার ব্যাপারে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। |
|
|
|
|
|