টুকরো খবর
মমতার সঙ্গে শিন্দে দেখবেন সুন্দরবন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে কাল, রবিবার সকালে কলকাতায় আসছেন। মূলত সুন্দরবনের উপকূলবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখতেই তাঁর এই সফর বলে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে শুক্রবার জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন ধামাখালি থেকে স্পিডবোটে চেপে উপকূলবর্তী এলাকাগুলি ঘুরে দেখবেন। ২৫ ফেব্রুয়ারি, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হোভারক্রাফ্টে চেপে উপকূলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। ওই দিন দুপুরে উপকূলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফ্রেজারগঞ্জে বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনী এবং উপকূলবাহিনীর কর্তাদের সঙ্গে নিয়ে পৃথক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা প্রশাসনের এক কর্তা জানান, ওই বৈঠকের পরে হোভারক্রাফ্টে চেপে তাঁর কপিল মুনির আশ্রম দর্শন করতে যাওয়ার কথা আছে। মুখ্যমন্ত্রী মহাকরণে বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপকূল পরিদর্শন এবং বৈঠক করতে রবিবার রাতেই আমি ফ্রেজারগঞ্জে পৌঁছে যাব। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে যাঁরা বসবাস করেন, তাঁদের সঙ্গে কথা বলব। স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে সুন্দরবনে যাবেন। আমি গাড়িতে যাব।” মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবনকে আরও ভাল ভাবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গের লামাহাটা, গজলডোবায় পিপিপি মডেলে হোটেল, কটেজ তৈরি হচ্ছে। একই ভাবে সুন্দরবনে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ঝড়খালিতে ১০০ একর জায়গা পাওয়া গিয়েছে। সেখানেই গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। কলকাতা পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন শিন্দে। রাত কাটাবেন রাজভবনে। সোমবার বেলা সওয়া ৩টে নাগাদ বিমানবন্দর থেকে দিল্লি রওনা হবেন তিনি।

মানুষ পরিবর্তন বুঝছেন: নিরুপম
ক্ষমতায় এসেই নিজেদের স্বরূপ দেখিয়ে দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ দিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। শুক্রবার বর্ধমানে এক সভায় তিনি বলেন, “এত দ্রুত মানুষ যে বুঝতে পারবেন পরিবর্তনের মানে আসলে কী, তা আমরাও আশা করতে পারিনি। তৃণমূলকে ধন্যবাদ! দ্রুত নিজেদের আসল চেহারা তারা উদ্ঘাটিত করেছে। রাজ্যে একটাই দল থাকবে। তার এক জনই নেত্রী, বাদ বাকিরা ক্রীতদাস! তিনি যা বলবেন, তাই ধ্রুব সত্য। তাঁর কথার প্রতিবাদ করলেই হয় মাওবাদী, নতুবা চক্রান্তকারী বলে গণ্য করা হবে।” গত ২২ ফেব্রুয়ারি দেওয়ানদিঘিতে সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েনকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। অভিযুক্তেরা তৃণমূলের।

মাধ্যমিক শুরু সোমবার
গত বছরের থেকে সাড়ে ২০ হাজার বেড়ে এ বার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১০ লক্ষ ৩৬ হাজার ৬৫৯ ছাত্রছাত্রী। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা চার লক্ষ ৪৭ হাজার ২৫৪, ছাত্রীর সংখ্যা চার লক্ষ ৭৫ হাজার ৬৪৮। মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেন, “এখনও অনেকে আবেদনপত্র পূরণ করছে। তাই মোট পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে।” পরীক্ষা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি, সোমবার। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরু বেলা ১২টায়। তার ১৫ মিনিট আগে, ১১টা ৪৫ মিনিটে বিলি করা হবে প্রশ্নপত্র। প্রশাসক জানান, বেলা ১১টার পরে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র ছেড়ে চলে যেতে হবে। পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যায় পর্ষদের কন্ট্রোল রুম ও আঞ্চলিক অফিসগুলির সঙ্গে ফোনে যোগাযোগ করা যাবে।
নম্বরগুলি হল: (০৩৩) ২৩৫৯-২২৭৭, (০৩৩) ২৩৫৯-২২৭৮
পর্ষদের আঞ্চলিক অফিসের নম্বর:
উত্তরবঙ্গ: ০৩৫৩-২৫৮১০৫৪
বর্ধমান: ০৩৪২-২৫৬৯২১/২৬৬২৩৭৭
মেদিনীপুর: ০৩২২২-২৭৫৫২৪
কলকাতা: (০৩৩) ২৩৫৮-০৬১১



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.