|
|
|
|
তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয়ে মিলেছে
নীতিগত সম্মতি, জানালেন উপাচার্য |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুরের কলেজগুলির জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নীতিগত ভাবে সম্মতি রয়েছে বলে জানালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। শুক্রবার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপাচার্য বলেন, “পূর্ব মেদিনীপুরের কলেজগুলিকে নিয়ে তাম্রলিপ্ত বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব এসেছে। আমরা তাতে সম্মতি জানিয়েছি। রাজ্যের উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিঠি দিয়ে আমাদের জানিয়েছে, নতুন এই বিশ্ববিদ্যালয় চালুর বিষয়ে তাঁদের নীতিগত ভাবে সম্মতি রয়েছে।” তবে, আর্থিক কারণে এই মুহূর্তে পৃথক বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব না-ও হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য। তাঁর কথায়, “পৃথক বিশ্ববিদ্যালয় চালু না-হওয়া পর্যন্ত এই জেলার বিভিন্ন কলেজে স্নাতকোত্তর র্কোস পড়ানোর অনুমোদন দেওয়া হবে।” |
|
অনুষ্ঠানে উপাচার্য রঞ্জন চক্রবর্তী। ছবি: পার্থপ্রতিম দাস। |
বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে গ্রন্থাগারে ‘বিবেকানন্দ কর্নার’ ও কলেজের বিএড বিভাগ প্রকাশিত ‘শিক্ষাসারথি রবীন্দ্রনাথ’ নামে একটি বই উদ্বোধনের জন্য এ দিন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের এসেছিলেন উপাচার্য। সেখানে তিনি জানান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি কলেজে আগামী শিক্ষাবর্ষ থেকেই বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হবে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কয়েকটি কলেজে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু রয়েছে। আগামী শিক্ষাবর্ষে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আরও কয়েকটি কলেজে স্নাতকোত্তর কোর্স চালুর উদ্যোগ চলছে।” তিনি জানান, যে সব বিষয়ে কলেজে এখনই স্নাতকোত্তর কোর্স চালু করা যাবে না, সেই বিষয়গুলিতে দূরশিক্ষা পদ্ধতিতে পড়ানোর জন্য কলেজগুলিকে স্টাডি সেন্টার খোলার অনুমোদন দেওয়া হবে। যে সব কলেজে ভাল পরিকাঠামো রয়েছে সেই কলেজগুলিকে স্বশাসিত কলেজ হিসেবে অনুমোদনের জন্য সাহায্য করা হবে বলেও এ দিনের অনুষ্ঠানে জানান তিনি। |
|
|
|
|
|