দল গড়তে সম্ভবত র‌্যাঙ্কিংকে উপেক্ষা
জ, শনিবার দিল্লিতে ইন্দোনেশিয়া টাইয়ের জন্য ভারতীয় ডেভিস কাপ দল নির্বাচনে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংকে কার্যত দেখা হবে না। সাধারণত ডেভিস কাপ দল গড়ার সময় যেটা রেওয়াজ। এক যদি না কোনও প্লেয়ার চোট বা অন্য কারণে নির্বাচনের জন্য বিবেচিত না হন।
কিন্তু ৫-৭ এপ্রিল বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এই টাইয়ে ১১ বিদ্রোহী প্লেয়ার-সহ দেশের সব টেনিস তারকা খেলার জন্য তাঁদের পাওয়া যাবে এআইটিএ-কে জানিয়েছে। ফলে সিঙ্গলসে দেশের শীর্ষতম প্লেয়ার য়ুকি ভামব্রি (২৫৭)-র নির্বাচন স্বতঃসিদ্ধ। তবে য়ুকির পরে যদিও সনম সিংহ (২৯৭), এন বালাজি (৩১৪) ও বিষ্ণু বর্ধন (৩৪৭) আছেন, কিন্তু নির্বাচকেরা সোমদেব দেববর্মনকে (৩৫৪) বাছবেন সেটাও এক রকম নিশ্চিত। সোমদেবের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এতটা অধঃপতনের কারণ কাঁধের অস্ত্রোপচারের পর এক বছর কোর্টের বাইরে থাকার পর সবে তিনি পেশাদার সার্কিটে ফিরেছেন। তবে ইতিমধ্যেই সোমদেব ফর্মে ফেরার যথেষ্ট ইঙ্গিত দিয়েছেন। চলতি সপ্তাহেই তিনি ফ্রান্সের একটি এটিপি টুর্নামেন্টে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৯ নম্বর স্থানীয় ফরাসি বেনোই পারি-কে হারিয়েছেন। তা ছাড়া এ মাসেই দক্ষিণ কোরিয়া টাইয়ে রঞ্জিত ও বিজয়ন্তকে নির্বাচিত করা হয়েছিল তাঁদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে আগে থাকা প্লেয়ার না নিয়ে।
তবে শনিবারের নির্বাচনী বৈঠকে আসল আকর্ষণ ডাবলসে লিয়েন্ডারের সঙ্গী বাছা। লিয়েন্ডার (৮) ডাবলসে এই মুহূর্তে দেশের এক নম্বর। এর পর মহেশ (১০) ও বোপান্না (১২)। কিন্তু দু’জনেরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম। এআইটিএ সূত্রের খবর, এ ক্ষেত্রে নির্বাচকেরা ঢাল করছেন দু’টো। এক) সিঙ্গলসে যদি র‌্যাঙ্কিং উপেক্ষা করে তালিকার নীচের প্লেয়ার দলে নেওয়া যায়, তা হলে ডাবলসে একই জিনিস অনুসরণে অসুবিধে কোথায়? দুই) লিয়েন্ডারের সঙ্গী গত ডেভিস কাপের পার্টনার পূরব রাজা (১৬৫) এবং অলিম্পিক পার্টনার বিষ্ণুর (৩২৩) দু’জনের যে কেউ হতে পারেন। যে-হেতু কোরিয়ার বিরুদ্ধে ভারতের একমাত্র জয় লিয়েন্ডার-পূরব জুটিই এনেছিল। আর লন্ডন অলিম্পিকে মহেশ-বোপান্না জুটির চেয়ে লিয়েন্ডার-বিষ্ণু জুটির পারফরম্যান্স ভাল ছিল।
এ দিকে, শুক্রবার দিল্লিতে বিদ্রোহী প্লেয়ার জোটের সঙ্গে মিটমাটের জন্য এআইটিএ-র গড়া তিন সদস্যের কমিটি ফেডারেশন কর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করে। সেখানে নরেশকুমারদের হাতে বিদ্রোহী প্লেয়ার জোট আর ফেডারেশনের মধ্যে এত দিন চালাচালি হওয়া যাবতীয় কাগজপত্র এআইটিএ-র তরফে তুলে দেওয়া হয়েছে। তিন সদস্যের কমিটি বেঙ্গালুরুতে ডেভিস কাপের সময় ভারতীয় দলের সঙ্গে মিলিত হবে। এখন দেখার, সেই দলে বিদ্রোহী প্লেয়ার যাঁরা থাকবেন, তাঁরা নরেশকুমারদের সঙ্গে আলোচনায় অংশ নেন কি না। কারণ, সোমদেবরা আগেই বলেছেন, এই কমিটির সঙ্গে তাঁরা দেখা করবেন না। যা করতে হবে এআইটিএকে সরাসরি করতে হবে। নরেশকুমারদের কমিটি অবশ্য এ দিন বলেছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে দু’পক্ষের মধ্যে মিটমাট করার চেষ্টা করা হবে। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সাহায্যও নেবে এই কমিটি। অর্থাৎ সেই অলিম্পিকের সময়ের মতো সরকারি হস্তক্ষেপ হতে পারে এআইটিএ বনাম মহেশদের লড়াইয়ে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.