নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রয়াগ ইউনাইটেড-৩ (র্যান্টি-২, রফিক)
ইস্টার্ন রেল-০ |
যাবতীয় জল্পনা-কল্পনা সরিয়ে প্রয়াগ ইউনাইটেডের ষোলো নম্বর জার্সি গায়ে ফের তিনি মাঠে। ৬১ মিনিটে ভিনসেন্টের পরিবর্তে নেমে সেই বিতর্কিত কোস্তারিকান বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ মাঝমাঠ থেকে ডিফেন্স চেরা বল বাড়িয়ে গোলও করালেন মহম্মদ রফিককে দিয়ে। রফিকের সঙ্গে র্যান্টির জোড়া গোলের সুবাদে কলকাতা লিগে ইস্টার্ন রেলকে ৩-০ হারাল প্রয়াগ ইউনাইটেড। কিন্তু তার পরেও বিতর্ক গেল না।
মাঠ থেকে উঠেই বাড়ি ফেরার পথে সাংবাদিকদের কার্লোস বললেন, “যাঁরা আমার বাবার মৃত্যুর পর দেরি করে ফেরা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা নির্বোধ।” তাঁর ক্লাবের কর্তারাই এই প্রশ্ন তুলছেন মনে করিয়ে দিলে কার্লোস কোনও কথা না বলে গাড়িতে উঠে যান।
কার্লোসের এই মন্তব্য শুনে প্রয়াগ ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “আগামী দু-এক দিনের মধ্যেই কার্লোসের সঙ্গে বসব আমরা। দেশ থেকে ফিরতে কেন দেরি হল তা অবশ্যই জানতে চাওয়া হবে ওর কাছে।” যদিও সাংবাদিকদের কাছে অস্ট্রেলিয়া লিগের দল ওয়েলিংটন ফিনিক্সে তাঁর যোগ দেওয়ার বিষয়টি এ দিন কার্যত এড়িয়ে যান এই কোস্তারিকান ফুটবলার।
জাতীয় শিবির, সন্তোষ ট্রফি এবং চোট-আঘাতের জন্য ইস্টার্ন রেলের বিরুদ্ধে এ দিন যুবভারতীতে প্রথম একাদশের অনেককেই পাননি প্রয়াগ ইউনাইটেড কোচ এলকো শাতোরি। তা সত্ত্বেও সহজে জেতার পর বললেন, “ঘরোয়া লিগে লক্ষ্য তো একটাই। ইস্টবেঙ্গল ম্যাচ। কারণ আই-লিগে ওদের সঙ্গে খেলতে হবে।” |