নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বনধের গেরো কাটিয়ে অবশেষে শুক্রবার বিকেলে কোচি থেকে কুইলনে পৌঁছাল বাংলা। এবং এসেই বিকেলে স্টেডিয়ামে অনুশীলন করতে নেমে পড়লেন মনোরঞ্জন ভট্টাচার্য। কুইলনে ফোনে ধরা হলে বাংলা কোচ বলে দিলেন, “মাঠটা ছোট। ঘাসও কম। কিন্তু সবাই এখানে খেলবে। আমি আশাবাদী আমরা সেমিফাইনালে যাব।”
সন্তোষে খেলতে এসে কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েছেন দীপেন্দু বিশ্বাস, সাগ্রাম মাণ্ডিরা। সবাই বাংলার গ্রুপকে বলছেন ‘গ্রুপ অব ডেথ’। বাংলাকে খেলতে হবে কর্নাটক, পঞ্জাব এবং মণিপুরের বিরুদ্ধে। এবং সবথেকে যেটা চিন্তার তা হল, এখান থেকে একটি দলই যাবে শেষ চারে। ফলে আজ শনিবার কর্নাটকের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই বাংলার। কাদের খেলাবেন এখনও ঠিক করেননি মনোরঞ্জন ভট্টাচার্য-সত্যজিৎ চট্টোপাধ্যায়রা। বাংলা কোচ বললেন, “দু’টো ম্যাচে দু’টো টিম খেলিয়েছি। তাদের মধ্যে থেকেই প্রথম একাদশ তৈরি করব। সবার সঙ্গে কথা বলে কাল সকালে দল তৈরি করব।”
শেষ আটের গ্রুপ লিগের প্রথম প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কোনও ধারণাই নেই বাংলা কোচের। বললেন, “ওদের খেলা দেখব কী করে? ওরা তো কোয়ালিফাইং ম্যাচ খেলে এসেছে।” কোচ না জানলেও দীর্ঘ দিন দেশের বিভিন্ন প্রান্তে খেলে আসা অধিনায়ক দীপেন্দু বিশ্বাস অবশ্য স্থানীয় বন্ধুদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন কর্নাটক সম্পর্কে। বললেন, “যা শুনলাম ওদের দুটো স্ট্রাইকার খুব ভাল। সেমিফাইনালে যেতে হলে প্রথম ম্যাচটা জেতা জরুরি। আমরা এমনিতেই কঠিন গ্রুপে পড়েছি। ফলে প্রতিটি ম্যাচেই কঠিন লড়াই।” |