নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় কোচ কোভারম্যন্স এ এফ সি কাপের জন্য ফুটবলার ছেড়েছেন। ক্লাবগুলি আন্তর্জাতিক পর্যায়ে খেলতে গিয়ে যাতে লজ্জায় না পড়ে সে কথা ভেবে। কিন্তু ফুটবলারদের হাতে পেয়ে ক্লাবগুলি ঘরোয়া লিগেও তাদের খেলিয়ে দিচ্ছে।
গোয়া লিগে বৃহস্পতিবার চার্চিল ব্রাদার্স খেলিয়েছ সুনীল ছেত্রীকে। ট্রেভর জেমস মর্গ্যানও ঠিক করে ফেলেছেন আজ কলকাতা লিগে খেলাবেন মেহতাব হোসেন ও রাজু গায়েকোয়াড়কে। রবিন সিংহ ফিরে এলেও তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। কারণ, স্বয়ং কোচই তাঁর আচরণে বিরক্ত। মেহতাবরাও মুখিয়ে আছেন খেলার জন্য। শুক্রবার রাতে লাল-হলুদের তিন ফুটবলার পুণের জাতীয় শিবির থেকে শহরে এসে পৌছেছেন। মেহতাব বললেন, “কোচ চাইলে খেলব। কলকাতা লিগটা তো আমাদের চাই।” |
মর্গ্যান এ দিন অনুশীলনের পর টিম তৈরি করেননি। রাতে অবশ্য বললেন, “মেহতাব ও রাজু যদি ফিট থাকে তা হলে খেলাব।” কলকাতা লিগের শীর্ষে থাকা ইস্টবেঙ্গলের সামনে হ্যাটট্রিকের সুযোগ রয়েছে। অলোক মুখোপাধ্যায়ের মহমেডানের বিরুদ্ধে তাই যুবভারতীর ‘বড় ম্যাচে’ কোনও ঝুঁকি নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। চাইছেন পুরো দল নামিয়ে দিতে। উগা ওপারার পেটের গণ্ডগোলের জন্য ও দিন অনুশীলনে নামেননি। তবে কাল খেলবেন। অর্ণব মণ্ডলের চোট। ফলে রাজু ছাড়া কোনও পথ নেই। উই এবং আলফ্রেডদের আটকাতে মেহতাবকে মাঝমাঠে দরকার। মর্গ্যান যা ইঙ্গিত দিলেন তাতে তিন চিডি, পেন এবং উগাতিন বিদেশি শুরু করবেন। “লিগ খেতাব এখনও মুঠোয় আসেনি। ম্যাচটা জিতলে খেতাবের আরও কাছে চলে যাব আমরা,” বলে দিলেন মর্গ্যান। মহমেডানের খেলা অবশ্য সে ভাবে দেখেননি সাহেব কোচ। বললেন, “সে ভাবে দেখিনি। তবে শুনেছি ভাল খেলছে। আমি সব সময়ই নিজের দলের খেলা নিয়ে ভাবি। অন্য দল নিয়ে নয়।”
অলোক মুখোপাধ্যায় অবশ্য ইস্টবেঙ্গলকে হারানোর স্বপ্ন দেখছেন। বললেন, “আমরা যা খেলছি তাতে জেতা উচিত। মহমেডান কাল লড়াই দেবে এটুকু বলতে পারি।” চার্লস ও জয়ন্ত সেন দলে ফেরায় আরও স্বস্তিতে মহমেডান কোচ। ইস্টবেঙ্গল মাঝমাঠের কথা ভেবে ৪-৫-১ ফর্মেশনে দল সাজাচ্ছেন অলোক। উপরে কোরীয় স্ট্রাইকার উই খেলবেন। একটু পিছনে আলফ্রেড। মাঝমাঠে অসীম, জয়ন্ত, জেরি, গৌতম কুজুরদের নিয়ে দল সাজাবেন ঠিক করে ফেলেছেন অলোক। বললেন, “ইস্টবেঙ্গলের চিডি এবং মাঝমাঠই আসল অস্ত্র। সেটা যাতে ওরা কাজে লাগাতে না পারে সেটা ভেবেই আমরা স্ট্র্যাটেজি তৈরি করেছি।”
|
শনিবারে কলকাতা লিগ
ইস্টবেঙ্গল: মহমেডান (যুবভারতী ২-১৫) |