হায়দরাবাদ টেস্টের উপর বোমা বিষ্ফোরণের ঘটনার প্রভাব পড়তে দিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই নিয়ে সংশয় প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে তাঁদের নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দেওয়ায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই ২-৬ মার্চ হায়দরাবাদ থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট সরছে না। তবে ঘরোয়া ক্রিকেটের এক নম্বর ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির নক আউট পর্যায়ের খেলাগুলি হায়দরাবাদের বদলে বিশাখাপত্তনমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এ দিন বোর্ডের অন্যতম ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, “বোর্ড সভাপতির নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আমি কথা বলি। তিনি অন্ধ্রের মুখ্যমন্ত্রী ও সরকারের অন্যান্য কর্তাদের সঙ্গে কথা বলেন। তার পর তিনিই আমাকে জানান, টেস্টের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হবে। হায়দরাবাদ থেকে টেস্ট সরানোর কোনও প্রয়োজন নেই। এই ব্যাপারে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আমাদের বোর্ড প্রেসিডেন্টের কথাও হয়েছে।”
ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের সঙ্গে কথা বলে সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া-র সিইও জেমস সাদারল্যান্ড বলেছেন, “এই মুহূর্তে হায়দরাবাদ টেস্ট হওয়া নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের। এখনও হায়দরাবাদে টেস্ট শুরু হতে বেশ ক’দিন দেরি আছে। তার মধ্যে আমরা এই বিষয়ে আরও নিশ্চিত হয়ে যাব। আশা করি কোনও সমস্যা হবে না।”
এ দিকে বিজয় হাজারে ট্রফির ম্যাচ বিশাখাপত্তনমে সরিয়ে দেওয়া নিয়ে বোর্ড সূত্র জানিয়েছে, ওই শহরে বিস্ফোরণের ঘটনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে-হেতু আগে ঠিক ছিল হায়দরাবাদে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট হবে, সে জন্যই বিজয় হাজারের নক আউট পর্বের ম্যাচগুলি হায়দরাবাদ করতে রাজি হয়েছিল। কিন্তু হায়দরাবাদ টেস্ট (দ্বিতীয় টেস্ট) এগিয়ে এসেছে বলেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ সরাতে হচ্ছে বিশাখাপত্তনমে। |