টুকরো খবর
নজরদারি কমিটি গড়া হচ্ছে: ব্রাত্য
স্কুলে স্কুলে নজরদারি বাড়ানোর জন্য বার রাজ্য শিক্ষা দফতর প্রতিটি জেলায় ১৫ জনের কমিটি গড়ছে। শুক্রবার পুরুলিয়ায় কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “প্রাক্তন শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধি নিয়ে ওই কমিটি গড়া হবে। শিক্ষক -শিক্ষিকারা সময়মতো স্কুলে আসছেন কি না, সব পড়ুয়া বই পেয়েছে কি না, মিড -ডে মিল চলছে কি না বা শৌচাগার রয়েছে কি না— সব খোঁজ তাঁরা নেবেন।” মন্ত্রীর কথায়, অল্প কিছু শিক্ষক ফাঁকি দেন। আমি যে রাজনৈতিক দল করি, তার শিক্ষক সংগঠনকেও বলেছি যে অতীতের কথা ভুলে যান। ক্লাস ফাঁকি দেবেন না।” ব্রাত্যবাবু দিন পুরুলিয়ায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আয়োজিত ‘শিক্ষার অধিকার আইন ২০০৯’ এবং শিক্ষক -শিক্ষণ উন্নীতকরণ কর্মশালার উদ্বোধন করতে এসেছিলেন। ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো, রাজ্য প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি মাণিক ভট্টাচার্য, সিধো -কানহো -বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না, ওয়েস্টবেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান সুগত মারজিত প্রমুখ।

বিক্ষোভে খেতমজুর
বেআইনি ভাবে জমিতে বেড়া দেওয়া হয়েছে। এই অভিযোগে শুক্রবার জমি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন বর্গাদার, পাট্টাদার ও খেতমজুররা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা প্রশাসনের বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছেন। ঘটনাটি পাড়ুই থানার সাত্তোর পঞ্চায়েতের খঞ্জনপুর মৌজার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৌজায় প্রায় ১৫০ একর জমি ইতিমধ্যে কে বা কারা সিমেন্টের খুঁটি পুঁতে লোহার তার দিয়ে ঘিরে দিয়েছে।
—নিজস্ব চিত্র।
স্থানীয় বাসিন্দা সিঞ্জলি হেমব্রম, রাম সরেন, দশরথ মাড্ডিদের অভিযোগ, “আমাদের উৎখাত করতে এই ব্যবস্থা। বিডিও এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে লিখিত ভাবে জানিয়েছি।” বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বোলপুর মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “এ ব্যাপারে সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে কথা বলা হবে।”

জামিন নিলেন চিত্রকরের নাতি
বিশ্বভারতীর পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বোলপুর আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন নিলেন প্রয়াত চিত্রকর মকুল দে-র নাতি শিবশ্রী উকিল। জামিন পেয়েছেন তাঁর এক কর্মীও। সম্প্রতি জমি নিয়ে বিবাদের জেরে আক্রান্ত হয়েছিলেন মকুল দে-র নাতি। ওই ঘটনায় বোলপুর থানায় বিশ্বভারতীর বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন তিনি। যদিও শিবশ্রীবাবুর বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দেওয়া, কর্মীদের বেআইনি ভাবে আটকে রাখা-সহ একাধিক পাল্টা অভিযোগ করেছিল বিশ্বভারতী। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ আত্মসমর্পণকারী শিবশ্রী উকিল ও সেন্টু শেখের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।” অভিযুক্ত পক্ষের আইনজীবী শৈলেন মিশ্র বলেন, “শিবশ্রীবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ দিন আহত অবস্থাতেই তিনি বিচারকের কাছে আত্মসমর্পণ করেছেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.