ভোটের দিন তৃণমূল বহিরাগতদের দিয়ে গণ্ডগোল পাকানোর পরিকল্পনা করছে, এই অভিযোগে নলহাটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের নির্বাচনী পর্যবেক্ষকের কাছে চিঠি দিল জেলা কংগ্রেস। তৃণমূল অবশ্য কংগ্রেসের অভিযোগ মানেনি। নির্বাচনী পর্যবেক্ষক এমএস জয়া বলেন, “মহকুমা পুলিশ আধিকারিককে এলাকাগুলি চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলেছি।”
শুক্রবার পর্যবেক্ষককে দেওয়া ওই চিঠিতে কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি দাবি করেছেন, উপ-নির্বাচনের প্রাক্কালে নলহাটি থানা এলাকার বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন বহিরাগতকে আশ্রয় দিয়েছেন লাভপুরের বিধায়ক তৃণমূলের মনিরুল ইসলাম। তৃণমূল আশ্রিত বহিরাগতরা কোথায় আছে, তার ঠিকানাও দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের আশঙ্কা, ওই বহিরাগতদের দিয়েই তৃণমূল ভোটের সময় সন্ত্রাস চালাবে। একই সঙ্গে মনিরুলবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পর্যবেক্ষকের কাছে আর্জিও জানিয়েছে তারা। সৈয়দ সিরাজ জিম্মি-র অভিযোগ, “মনিরুলবাবু-সহ জেলা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব নলহাটি বিধানসভা এলাকায় বহু বহিরাগতকে নির্বাচনের সময় বিশৃঙ্খলা করার জন্য মজুত করেছেন। নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোট প্রচারের সময় পার হয়ে গেলেও বিধায়ক মনিরুল ইসলাম নলহাটিতে থেকে গিয়েছেন। আমাদের আশঙ্কা তৃণমূল অবাধে ও শান্তিপূর্ণ ভাবে ভোট করতে দেবে না।” মনিরুলবাবু তাঁর উপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
একই চিঠিতে মনিরুলবাবুদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গেরও অভিযোগ এনেছে কংগ্রেস। দলের অভিযোগ, প্রচারের সময়সীমা পার হয়ে গেলেও বৃহস্পতিবার রাতে রুদ্রনগর পঞ্চায়েতের তালুহাডাঙা, রুদ্রনগর, কোপা, বোনহা গ্রামগুলিতে চারটি গাড়ি নিয়ে প্রচার চালিয়েছে তৃণমূল। পাড়ায় পাড়ায় ভোটারদের টাকা দিয়ে প্রভাবিতও করেছে। একই রাতে আন্দিপুর গ্রামে তারা কবিগানের মাধ্যমেও ভোটের প্রচার চালিয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। রুদ্রনগর এলাকার কংগ্রেস নেতা শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ঘটনাগুলি আমাদের নজরে আসার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই গ্রামগুলি থেকে তৃণমূলের নেতাদের বের করে দেয়।”
অভিযুক্ত মনিরুলবাবু অবশ্য বলেন, “তৃণমূল কোনও নির্বাচনী বিধি ভঙ্গ করেনি। কংগ্রেস বরং নির্বাচনী বিধি ভাল করে পড়ে দেখুক!” আর বোলপুরের তৃণমূল বিধায়ক তথা চন্দ্রনাথ সিংহের দাবি, “বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর আমরা সকলেই নলহাটি এলাকা ছেড়ে চলে এসেছি।” এ নিয়ে জেলার পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।” |