• মোট ভোটার: ১ লক্ষ ৯৫ হাজার ৩৭৯ জন
(পুরুষ: ১ লক্ষ ১ হাজার ৯৯২ জন, মহিলা: ৯৩ হাজার ৩৮৭ জন) |
• মোট বুথ: ২৪৭টি,
স্পর্শকাতর: ৮৮টি,
অতি স্পর্শকাতর: ২৯টি
|
• ইভিএম: ৩৪৬টি। থাকছে রাজ্য পুলিশের ৬৩০ জন কর্মী,
৫ কোম্পানি বিএসএফ, ৬ কোম্পানি সিআরপিএফ ও ১ কোম্পানি নাগা পুলিশ।
• ভোটকর্মী: ৯৮৮ জন। (আরও ১০০ জন কর্মী থাকছেন রিজার্ভে)
• সাধারণ পর্যবেক্ষক: এমএস জয়া (মোবাইল নম্বর: ৯৪৭৫৩১১৮৫৬) |
|
ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে। ছবি: সব্যসাচী ইসলাম। |
প্রার্থীরা যা বললেন |
“প্রচারে বেরিয়ে মানুষের যে রকম ভালবাসা
আর
সাড়া পেয়েছি,
সেই অভিজ্ঞতার
নিরিখে
প্রথম
থেকেই
নিজের জয়ের
বিষয়ে
আমি পুরোপুরি নিশ্চিত।”
আব্দুর রহমান,
(কংগ্রেস)
|
“বিরোধীদের নয়, এলাকার মানুষ
একজন
শাসকদলেরই বিধায়ক চান। বুথগুলি
থেকে মানুষ যে
হিসাব
দিচ্ছেন, তার
জোরেই
বলছি বড় ব্যবধানে জিতব।” বিপ্লব ওঝা,
(তৃণমূল) |
“কংগ্রেস-তৃণমূল যাই বলুক, নলহাটির মানুষ গত
কুড়ি মাসের অভিজ্ঞতার জেরেই বুঝতে পারছেন
বামফ্রন্টের কোনও
বিকল্প নেই।”
দীপক চট্টোপাধ্যায়,
(ফরওয়ার্ড ব্লক) |
“কংগ্রেস বিধায়ক উন্নয়ন না করেই কেটে পড়েছেন।
তৃণমূল প্রার্থী তো ছোট ভোটেই হেরেছেন! একজন স্বচ্ছ,
সমাজসেবী হিসাবেই মানুষ আমাকে জেতাবেন।” অনিল সিংহ,
(বিজেপি) |
|