অকাল ভোটে নলহাটি

১ লক্ষ ৯৫ হাজার ৩৭৯ জন
(পুরুষ: ১ লক্ষ ১ হাজার ৯৯২ জন,
মহিলা: ৯৩ হাজার ৩৮৭ জন)
২৪৭টি,
স্পর্শকাতর: ৮৮টি,
অতি স্পর্শকাতর: ২৯টি
৩৪৬টি। থাকছে রাজ্য পুলিশের ৬৩০ জন কর্মী,
৫ কোম্পানি বিএসএফ, ৬ কোম্পানি সিআরপিএফ ও ১ কোম্পানি নাগা পুলিশ।
৯৮৮ জন। (আরও ১০০ জন কর্মী থাকছেন রিজার্ভে)
এমএস জয়া (মোবাইল নম্বর: ৯৪৭৫৩১১৮৫৬)

ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার আগে। ছবি: সব্যসাচী ইসলাম।

নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নলহাটি বিধানসভাকেন্দ্র এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী ৯টি
পয়েন্টকে সিল করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি পয়েন্টকে সিল করা হবে।
আইজি (পশ্চিমাঞ্চল)

প্রার্থীরা যা বললেন

“প্রচারে বেরিয়ে মানুষের যে রকম ভালবাসা
আর সাড়া পেয়েছি, সেই অভিজ্ঞতার
নিরিখে প্রথম থেকেই নিজের জয়ের
বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত।”
কংগ্রেস

“বিরোধীদের নয়, এলাকার মানুষ
একজন শাসকদলেরই বিধায়ক চান। বুথগুলি
থেকে মানুষ যে হিসাব দিচ্ছেন, তার
জোরেই বলছি বড় ব্যবধানে জিতব।”
তৃণমূল

“কংগ্রেস-তৃণমূল যাই বলুক, নলহাটির মানুষ গত
কুড়ি মাসের অভিজ্ঞতার জেরেই বুঝতে পারছেন
বামফ্রন্টের কোনও বিকল্প নেই।”
ফরওয়ার্ড ব্লক

“কংগ্রেস বিধায়ক উন্নয়ন না করেই কেটে পড়েছেন।
তৃণমূল প্রার্থী তো ছোট ভোটেই হেরেছেন! একজন স্বচ্ছ,
সমাজসেবী হিসাবেই মানুষ আমাকে জেতাবেন।”
বিজেপি



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.