অস্বাভাবিক মৃত্যু হল একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার এজেন্টের। তাঁর নাম দেবকৃষ্ণ রায় (৩৫)। বাড়ি বর্ধমান শহরের নতুনপল্লিতে। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।দেবকৃষ্ণবাবুর শ্যালিকা স্মৃতিকণা রায় শুক্রবার বর্ধমান থানায় অভিযোগ করেন, দেবকৃষ্ণবাবু একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন। সেটি সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা অনেক টাকা তছরুপ করে কয়েক মাস আগে অফিস বন্ধ করে পালিয়ে যায়। তার আগেই দেবকৃষ্ণবাবু চাকরি ছেড়ে দিয়ে অন্য একটি সংস্থা তৈরি করেন। পুরনো সংস্থাটির আমনতকারীরা তাঁকে টাকা ফেরত দিতে চাপ দিচ্ছিলেন। তার জেরে মানসিক ভারসাম্য হারিয়ে বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশ জানায়। তাঁর একটি ডায়েরি থেকে কয়েক জনের নাম মিলেছে। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন তিনি। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ওই ডায়েরিতে স্থানীয় ঢোলনা গ্রামের আরিফুল আম্বিয়া ও বোলপুরের তুতুলউদ্দিন আহমেদ-সহ সাত জনের নাম মিলেছে। এদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এদের খুজছে।”
|
আসানসোল উত্তর থানা এলাকায় একটি রেল আবাসনের তালা ভেঙে লুঠপাট ও একটি ছিনতাইয়ের ঘটনা ঘ’টল শনিবার। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। দোমহানি রেল আবাসন এলাকার বাসিন্দা পেশায় রেল কর্মী রমেশকুমার মল্লিক লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার রাতে নিজের আবাসনে তালা লাগিয়ে পরিবারের সঙ্গে মহিশীলায় গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে ফিরে দেখেন দরজার তালা ভাঙা। আলমারি ও জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। স্বর্ণ অলঙ্কার ও মূল্যবাণ সামগ্রী-সহ কয়েক লক্ষ টাকার লুঠপাট হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কেউ গ্রেফতার হয়নি। এ দিনই দুপুরে আসানসোলের সেনর্যালে রোডের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা তুলে কর্মস্থলে যাওয়ার সময়ে এক বাইক আরোহীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগে ওই সংস্থার কর্মী এস কে নাজির জানান, তিনি মোটরবাইকের হাতলে টাকা ভর্তি ব্যাগটি ঝুলিয়ে মোটরবাইক চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। কন্যাপুরের কাছে পিছন থেকে দুই মোটরবাইক আরোহী দ্রুত বেগে এসে তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কুলটি পুরসভার উপ-পুরপ্রধান বাচ্চু রায়। শুক্রবার তিনি কলকাতার তৃণমূল ভবনে গিয়ে নতুন দলে যোগ দেন। বাচ্চুবাবুর দাবি, কংগ্রেস এখন আর কোনও আন্দোলন কর্মসূচিতে থাকছে না। তাই এই সিদ্ধান্ত। কংগ্রেসের জেলা নেতা চণ্ডী চট্টোপাধ্যায় অবশ্য এই দলবদলকে ‘অধঃপতন’ বলে দাবি করেছেন।
|
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রানিগঞ্জের আই হসপিটালের কাছে ৬০ নম্বর জতীয় সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম রবি শর্মা (৪০)। তিনি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। একটি সিমেন্ট বোঝাই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
কয়লা উত্তোলনের জেরে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়িতে ফাটল ধরছে, এই অভিযোগে সালানপুরের মোহনপুর কোলিয়ারি চত্বরে ব্লক তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে দুপুরে খনি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অবস্থান বিক্ষোভও উঠে যায়। তবে বেশ কিছুক্ষণ কয়লা উৎপাদন ও পরিবহন বন্ধ থাকে। |