মুনস্টারের পরিচালিত নক আউট ক্রিকেটে সেমিফাইনালে উঠল কাটোয়ার বিএলএস। শুক্রবার কাটোয়া কলেজ মাঠে কোয়ার্টার ফাইনালে তারা কাটোয়ারই অগ্রণী ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে অগ্রণী ৭৭ রান করে। ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বিএলএস। এর আগে বিএলএস কাটোয়ার ইউথ ক্লাবকে এবং অগ্রণী বোলপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
|
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় জয় পেল তিন নম্বর ওয়ার্ড। কাটোয়া স্টেডিয়াম ময়দানে শুক্রবার তারা ১৯ নম্বর ওয়ার্ডকে ৬৭ রানে হারিয়ে দেয়। তিন নম্বর ওয়ার্ড প্রথমে ব্যাট করে ২০২ রান করে। দলের বিতান রায় ১০২ রান করেন। পরে ব্যাট করতে নেমে ১৯ নম্বর ওয়ার্ড ১৩৫ রান করে। এ দিনের প্রথম খেলায় ৮ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয় ১১ নম্বর ওয়ার্ড।
|
বর্ধমান সদর দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে ১ উইকেটে তরুণ স্পোর্টিং ক্লাব হারাল উদয় সঙ্ঘকে। উদয় ২৭.১ ওভারে ১২৬ রান করে। জবাবে তরুণ ৩১.১ ওভারে ১২৯-৯ রান করে। অন্য ম্যাচে পারবীরহাটা নেতাজী সঙ্ঘ ৩৯ রানে হারায় বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারকে। প্রথমে ২০ ওভারে নেতাজি করে ১৫৮-৮ রান। জবাবে সেন্টার ২০ ওভারে করে ১১৯-৫ রান।
|
জয়ী ঐক্যতান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে বৃহস্পতিবার জিতল ক্লাব ঐক্যতান। এমএএমসি মাঠে তারা ৬ উইকেটে ডিএসপিএসএকে হারায়। প্রথমে ডিএসপিএসএ সব উইকেট হারিয়ে ১১২ রান করে। জবাবে ৪ উইকেেটে হারিয়ে রান তুলে নেয় ক্লাব ঐক্যতান। কৃষ্ণচূড়া ঘোষ অপরাজিত ৬৩ রান ও দু’টি উইকেট নেন। |