রায়গঞ্জ জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে সিটি স্ক্যান চালুর জায়গা রয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ওই পরিষেবা চালু করার জন্য প্রাথমিকভাবে হাসপাতাল চত্বরের তিনটি এলাকার অব্যবহিত জমি চিহ্নিত করে তা লিখিতভাবে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের জানিয়ে দিয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা জমি পরিদর্শন করতে হাসপাতালে যাবেন। এ ছাড়াও তাঁদের হাসপাতালের কয়েকটি অব্যবহিত ঘরও পরিদর্শন করার কথা রয়েছে। হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “রাজ্য স্বাস্থ্য দফতর বেসরকারি চিকিৎসা পরিষেবা সংস্থার সহযোগিতা নিয়ে হাসপাতাল চত্বরে পিপিপি মডেলে সিটি স্ক্যান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ওই পরিষেবা চালু করার জন্য হাসপাতাল চত্বরে যথেষ্ট জায়গা রয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে।” জেলায় প্রায় ২০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক রয়েছে। সেখানে মাঝেমধ্যেই দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রতি মাসে পথ দুর্ঘটনায় জখম প্রায় ৭০ জনেরও বেশি রোগীকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা না থাকায় দীর্ঘদিন ধরেই রোগীর পরিবারের লোকজনদের ভোগান্তি হচ্ছে।
|
উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল বুধবার কাঁথি ১ ব্লকের দুলালপুর গ্রাম পঞ্চায়েতের হামির মহলে। উদ্বোধন করে কাঁথির সাংসদ শিশির আধিকারী বলেন, “সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রামের সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ।” অনুষ্ঠানে উপস্থিত জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, “জেলায় প্রতি পাঁচ হাজার জন পিছু একটি করে উপ-স্বাস্থ্যকেন্দ্র গড়ার জন্য মাথাপিছু সাড়ে বারো লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শশাঙ্ক জানা, গ্রাম প্রধান সুপ্রভা নায়ক, মলয় সামন্ত, ব্লক স্বাস্থ্য আধিকারিক অরূপ করণ প্রমুখ।
|
রোগী নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পরে হাসপাতালে এসে বিক্ষোভ দেখালেন বাড়ির লোকজন। বুধবার সকাল ৮টা নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান অনিল সরকার নামে মধ্যবয়সি এক রোগী। হাসপাতাল-কর্তৃপক্ষ সকাল সাড়ে ১০টা নাগাদ ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। রোগীর খোঁজ না-মেলায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে বিক্ষোভ দেখান অনিলবাবুর আত্মীয়স্বজন।
|
অভাবে পড়ে নিজের কিডনি বিক্রি করে প্রতারিত হলেন অন্ধ্রপ্রদেশের বছর তিরিশের চাষি আপ্পা রাও। বৃষ্টিতে পর পর কয়েক বছর ধরে ফসল নষ্ট হওয়ায় মহাজনের কাছ থেকে টাকা ধার করে ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু তাতেও ভরাডুবি হওয়ায় এক মধ্যস্থতাকারী ব্যক্তির ফাঁদে পা দিয়ে গত বছর সাড়ে চার লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে রাজি হন আপ্পা রাও। কিন্তু সব মিলিয়ে লাখ দেড়েক টাকা হাতে পান তিনি। স্থানীয় এলাকায় অবশ্য এ ঘটনা নতুন নয়। অভাবের তাড়নায় অনেক অশিক্ষিত চাষিই তাঁদের কিডনি বিক্রি করে দেন। কিন্তু কোনও ক্ষেত্রেই চুক্তি অনুযায়ী টাকা পান না তাঁরা। কিন্তু তাও রমরমিয়ে চলছে কিডনি-ব্যবসা। এমনকী বেশ কিছু চাষিও এখন এই ব্যবসা শুরু করেছেন। পুলিশের দাবি, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। সম্প্রতি রাজ্য মানবাধিকার কমিশন এই অবৈধ অঙ্গ-ব্যবসা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সরকারের কাছে। এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা পড়ার কথা।
|
চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যুর অভিযোগ কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে। অভিযুক্ত চিকিৎসক নার্সের শাস্তির দাবিতে ইন্দিরা কলোনি ও বীরনগরের বাসিন্দারা হাসপাতালে বিক্ষোভ দেখান। সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “তদন্ত শুরু করা হয়েছে।” |