বান্ধবীর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম বালকৃষ্ণ গুর্জর (২২)। বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে। পুলিশ জানায়, ঝাড়খন্ডের দেওঘরে একটি হোটেলে চাকরি করতেন বালকৃষ্ণ। সেখানে ফুলিয়ার কলোনীপাড়ার সুজাতা সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ১৩ ফেব্রুয়ারি ওই যুবক বান্ধবীর বাড়িতে আসেন। বৃহস্পতিবার সেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুজাতাদেবী, “পারিবারিক সমস্যাতে দিন কয়েক ধরে সে চিন্তিত ছিল। কিন্তু সে জন্য আত্মহত্যা করবে তা ভাবতেও পারিনি।”
|
সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নিরঞ্জন প্রামাণিকের বাড়ি হাঁসখালি থানার তারকনগর গ্রামে। পুলিশ জানায়, শনিবার সকালে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। সোমবার রাতে অসুস্থ অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার নিরঞ্জনের নামে পুলিশে অভিযোগ হয়েছে। তবে সে পলাতক।
|
বাড়িতে অস্ত্র রাখার অপরাধে বুধবার পরেশ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি শক্তিপুরের কাছারিপাড়ায়। কংগ্রেসের দাবি, তৃণমূল সক্রিয় কংগ্রেসকর্মী পরেশকে ফাঁসিয়েছে। জেলা তৃণমূল সভাপতি মহম্মদ আলি বলেন, “ভিত্তিহীন অভিযোগ।”
|
বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে মাঠ থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। নাম অজিত বিশ্বাস (৬৫)। বাড়ি কৃষ্ণনগরের যাত্রাপুরে। পুলিশ জানায়, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে চাষিরা দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
|
ডাকাতির আগেই এলাকার লোকজনের তাড়া খেয়ে পগারপার দুষ্কৃতীরা। বুধবার রাতে নদিয়ার শিমুরালি বাজারে লুঠপাটের জন্য জড়ো হয় জনা পাঁচেক দুষ্কৃতী। তারা কয়েকজন পাহারাদারকে পিছমোড়া করে বেঁধে একটি দোকানের সাটার খোলার চেষ্টা করছিল। বাকি পাহারাদারেরা এলাকায় লোকজনকে ডাকাতির খবর দেয়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আসেন পুলিশ কর্মীরাও। অবস্থা বেগতিক দেখে চম্পট দেয় ডাকাতেরা। শিমুরালি ব্যবসায়ী সমিতির সম্পাদক অসিত দত্ত বলেন, “এলাকার লোকজনের তাড়া খেয়ে ডাকাতেরা পালিয়েছে। তবে এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা।
|