টুকরো খবর
সচিনদের নেতা পন্টিং
আইপিএল সিক্সে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রিকি পন্টিং। অর্থাৎ পন্টিংয়ের অধিনায়কত্বেই আইপিএলে খেলতে দেখা যাবে এ বার সচিনকে। আর মেন্টর অনিল কুম্বলে। হেড কোচ জন রাইট। কুম্বলে বলেছেন, “সচিন আর আমার পরিকল্পনা ছিল রিকিকে অধিনায়ক বানিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে নেওয়ার।” সচিনের মাঝে এ বার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার খবর রটা প্রসঙ্গে দলের এক শীর্ষকর্তা এ দিন বলেছেন, “ওটাই আমাদের স্ট্র্যাটেজি ছিল নিলামের আগে পন্টিংয়ের ওপর থেকে অন্য ফ্র্যাঞ্চাইজিদের নজর অন্যত্র সরিয়ে দেওয়ার। আসলে আমরা পন্টিকেই দলের নেতা হিসেবে নেওয়ার কথা ভেবে রেখেছিলাম গোড়া থেকে।” পন্টিং দু’দিন আগেই ওয়াকায় পশ্চিম অস্ট্রেলিয়া-তাসমানিয়া ম্যাচে ব্যাট ছুড়ে জরিমানার কবলে পড়েন। আইপিএলের পর জুন-জুলাই, দু’মাস গ্রেম স্মিথের বদলি হিসেবে সারের হয়ে খেলার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন পন্টিং। কিন্তু তাঁর পাখির চোখ আইপিএল। “এটা আমার একটা বিরাট সম্মান। নিতা অম্বানী এবং গোটা টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ,” বলেছেন পন্টিং।

অভিনব চুক্তি করলেন সুব্রত
আবার কোচ হয়ে মাঠে ফিরছেন সুব্রত ভট্টাচার্য। এবং অভিনব চুক্তি করে। কলকাতা লিগের সুপার নাইনের খেলা চলছে। অথচ মোহনবাগানের ঘরের ছেলের সঙ্গে সাদার্ন সমিতির যে দু’বছরের চুক্তি হয়েছে তাতে লিগের টিমের ভাল-মন্দর দায়িত্বই নিচ্ছেন না সুব্রত। যা অভিনব। লিগের শেষ দুই ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কাছে নয় গোল খেয়েছে সাদার্ন। সম্ভবত এটা দেখার পরই লিগ নিয়ে আর কোনও স্বপ্ন দেখতে চান না সুব্রত। বললেন, “আমি কলকাতা লিগে সাদার্নের কোচ নই। আই লিগের দ্বিতীয় ডিভিশন এবং পরের বছরের টিম গড়ার ও কোচিং করার দায়িত্ব নিয়েছি আমি।” সাদার্নের প্রেসিডেন্ট রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মূলত তাঁর ইচ্ছেতেই মার্কোস-ইমানুয়েলদের কোচ সুব্রত। গত বছর মোহনবাগানের কোচিং করার পর এ বছর মাঝপথে টালিগঞ্জ অগ্রগামীর দায়িত্ব নিয়েছিলেন সুব্রত। কিন্তু দলের হাল অত্যন্ত খারাপ দেখে মাঝপথে তা ছেড়েও দেন। টালিগঞ্জ এ বার নেমে গেছে প্রিমিয়ার থেকে। ২৮ ফেব্রুয়ারি ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিচ্ছেন সুব্রত। তার পর দিন অর্থাৎ ১ মার্চ থেকে সাদার্নের কোচ হয়ে মাঠে নামবেন তিনি।

আজ শুরু হচ্ছে বিসিআইএম র‌্যালি
কলকাতা থেকে চিনের কুনমিং। গাড়িতে প্রায় ৩ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার বিসিআইএম-২০১৩ র‌্যালি আজই শুরু হচ্ছে সল্টলেক থেকে। সিআইআইয়ের উদ্যোগে আয়োজিত এই র‌্যালিতে ২০টি গাড়িতে অংশ নেবেন ভারত, বাংলাদেশ, মায়ানমার ও চিনের মোট ৭৭ জন। ওই ৪ দেশ ছুঁতে রওনা হওয়া র‌্যালির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী মদন মিত্র, সিআইআইয়ের প্রেসিডেন্ট আদি গোদরেজ, বণিকসভাটির ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। টাটা মোটরসের কর্তা অশেষ ধর জানান, ভারতে র‌্যালির শেষ দিকে যোগ দিতে পারেন সংস্থার এমডি কার্ল স্লিম।

ফাইনালে বর্ধমান
অনূর্ধ্ব ১৪ আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে উঠেছে বর্ধমান। গতবারের চ্যাম্পিয়ন বর্ধমান চুঁচুড়া স্টেডিয়ামে ৪৫ ওভারে করে ১৭৪-৭। ঐশিক প্যাটেল ৫৮, সনু সিংহ ২৬ ও সৌমব্রত নাথ ২৪ করে। জবাবে উত্তর দিনাজপুর ৪১ ওভারে ৯৬ করে অলআউট হয়ে যায়। বোলিংয়ে সফল বর্ধমানের অভিজিত ভকত (৮-২) ও অনিমিক ঘোষ (১১-৩)। ফাইনালে বর্ধমান খেলবে হাওড়ার বিরুদ্ধে।

বদলা নিতে মুখিয়ে দীপেন্দুরা
পঁচিশ বছর আগের সন্তোষ ট্রফি কলঙ্কিত হয়েছিল কুইলন কেলেঙ্কারিতে। ১৯৮৭-’৮৮-র সেই ঘটনা এখনও তাড়া করছে বাংলাকে। শনিবার কোয়ার্টার ফাইনাল গ্রুপ লিগে দীপেন্দু বিশ্বাসদের খেলা আবার সেই কর্নাটকের সঙ্গেই। কুইলনে সে বার কেরলের সঙ্গে কর্নাটক গড়াপেটা খেলে বাংলাকে ছিটকে দিয়েছিল। পি কে বন্দ্যোপাধ্যায়ের ছেলেরা মুখে কালো কাপড় বেঁধে নেমেছিলেন। গণ্ডগোলে পুলিশ লাঠিচার্জ করেছিল স্টেডিয়ামে। কুইলনে খেলা পড়লেই এসে পড়ে সেই ন্যক্কারজনক ঘটনার কথা। দীপেন্দুরাও শুনেছেন। সে জন্যই বদলার জন্য মুখিয়ে রয়েছে পুরো বাংলা শিবিরই। বাংলার অধিনায়ক যেমন বলছিলেন, “সে বার বাংলার সঙ্গে অন্যায় হয়েছিল। এ বার কেরলে এসে ট্রফি জিতে বদলা নিতে চাই।”

মরক্কো থেকেই নির্দেশ
বাবার অসুস্থতার জন্য মরক্কো চলে গেছেন করিম বেঞ্চারিফা। সেখান থেকেই যাবতীয় নির্দেশ পাঠাচ্ছেন টোলগে-ওডাফার জন্য। করিমের নির্দেশেই শুক্রবার কালীঘাট এম এসের বিরুদ্ধে রাজীব ঘোষের বদলে দলে ঢুকছেন বিশ্বজিৎ সাহা। এই মুহূর্তে ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে ভাল জায়গায় রয়েছে কালীঘাট।

আসছে না লাজং
আইএফএ শিল্ডে খেলতে আসছে না লাজং। তার জায়গায় নেওয়া হচ্ছে মুম্বই এফ সি-কে। বিশ্বকাপার নিয়ে কোস্তারিকার দল সাপ্রিসা আসতে পারে ৩ মার্চ। ফলে তাদের প্রথম খেলা একদিন পিছোতে পারে।

শুক্রবার কলকাতা লিগে
• মোহনবাগান: কালীঘাট এম এস (কল্যাণী ২-১৫)
• প্রয়াগ ইউনাইটেড: ইস্টার্ন রেল (যুবভারতী ২-১৫)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.