বন্দি-নিগ্রহে অভিযুক্ত জেলার
নিজস্ব সংবাদদাতা |
দমদম সেন্ট্রাল জেলে বিক্রম মাহাতো নামে এক বন্দির উপরে শারীরিক অত্যাচারের অভিযোগ নিয়ে তাঁর দিদি রূপা মাহাতো কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তীর দ্বারস্থ হয়েছেন। ওই মহিলার অভিযোগ, জেলার বিনোদ সিংহ চলতি মাসের প্রথম সপ্তাহে খুনের মামলায় অভিযুক্ত বিক্রমকে বেধড়ক মারধর করেন। অবিলম্বে ওই জেলারকে সাসপেন্ড করার আর্জি জানান রূপা। তাঁর অভিযোগ, এর আগে বিক্রমকে এক বার ব্লিচিং পাউডার খাইয়ে মেরে ফেলারও চেষ্টা হয়েছিল। কারামন্ত্রী বলেন, “বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|
মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা বৃহস্পতিবার বিকেলে সিঁথিতে এক মহিলার হার ছিনতাই করে। পুলিশ জানায়, মহিলা তাঁর ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তাঁর চিৎকারে এলাকার লোকজন পিছনে ধাওয়া করে এক ছিনতাইবাজকে ধরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
|
রাতেই রাস্তায় নামলেন সিপি |
হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের পরে কলকাতায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে মহানগরের সব থানাকে। নজরদারি জোরদার করা হয়েছে রাজ্যের অন্যত্রও। লালবাজার সূত্রের খবর, গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। রেল স্টেশন, শপিং মল এবং বাজার এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। রাতেই শহরের নিরাপত্তা ব্যবস্থা দেখতে পথে নামেন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। |