কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে তেজষ্ক্রিয় বিকিরণের অভিযোগ এনেছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃহস্পতিবার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ভারতীয় হাই কমিশন। আজ তারা স্পষ্ট জানিয়েছে, নিরাপদ ভাবে কাজ করার জন্য যথেষ্ট জোরদার নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হয় ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। তাই চিন্তার কিছু নেই।
|
আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসের সঙ্গে যুক্ত রয়েছে ইরানও। তাই নিজের স্বার্থেই ভারতের তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে জানিয়েছে ইজরায়েল। ঠিক সাত বছর পর আবার শুরু হয়েছে ভারত-ইজরায়েল সন্ত্রাস বিরোধী আলোচনা। বৈঠকে গত বছর নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাসে হামলার কথা তুলেছেন সে দেশের ‘স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স’-এর ডেপুটি ডিরেক্টর জেরমি ইশাকরফ। তাঁর মতে, ওই হামলা যে ইরানের কাজ তাতে কোনও সন্দেহ নেই। তা ছাড়া ইরান যে হারে ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে তা উদ্বেগজনক। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরমাণু সংস্থার নির্দেশ মেনে চলতে বরাবরই ইরানকে চাপ দিয়েছে নয়াদিল্লি। তবে শক্তির প্রশ্নে ইরানের উপরে ভারতের নির্ভরশীলতা আছে। এই দু’টি বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। দূতাবাসে হামলা নিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছে সাউথ ব্লক।
|
আমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রহমানের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার মামলা রুজু করল পাক পুলিশ। ২০১০ সালের ৩০ নভেম্বর একটি টিভি অনুষ্ঠানে ধর্মবিরোধী মন্তব্য করার অভিযোগে এই মামলা রুজু করেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুলতান শহরের পুলিশ। ফাহিম আখতার গিল নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে বলে পাক পুলিশ সূত্রে খবর। পাক আইন বলছে, অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে শেরির। পুলিশের তিন সদস্যের এক দল এ বিষয়ে তদন্ত করছে।
|
স্কুলে আগুন লাগায় জখম হলেন ২৩ জন পড়ুয়া এবং এক শিক্ষিকা। পড়ুয়াদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পাকিস্তানের লাহৌরের শাহদারা এলাকার একটি স্কুলে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। |