কুইলনেই যাচ্ছে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বাংলা ০
রেলওয়েজ ০ |
সন্তোষ ট্রফির নিয়মরক্ষার ম্যাচে রেলওয়েজের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলা। এ দিনও গোলের সুযোগ নষ্ট করলেন নবীন হেলা, জগপ্রীত সানারা। নিয়মরক্ষার ম্যাচ হলেও এই ম্যাচ জিততে পারলে কুইলনে আর খেলতে যেতে হত না বাংলাকে। ড্র করায় এখন কুইলনে গিয়ে কর্নাটকের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে দীপেন্দুদের। তবে ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে কিছুটা সমস্যায় পড়েছে বাংলা শিবির। যদিও এই বন্ধের জন্যই আবার শুক্রবারের ম্যাচটা শনিবার পিছিয়ে দেওয়া হয়েছে। তবে বাংলার কোচ মনোরঞ্জন ভট্টাচার্য চাইছেন বুধবারের মধ্যেই কুইলনে পৌঁছে যেতে। এ দিকে রেলওয়েজের বিরুদ্ধে দীপেন্দুরা গোলের সহজ সুযোগগুলো নষ্ট করলেও প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে যে আত্মবিশ্বাসের অভাব ছিল, সেটা এ দিন অনেকটাই কাটিয়ে উঠেছিল বাংলা। প্রথম ম্যাচের ছন্নছাড়া ভাবটাও আর দলে নেই। ম্যাচের পর কোচি থেকে ফোনে বাংলার কোচ বলছিলেন, “আগের দিনের চেয়ে অনেক ভাল ফুটবল খেলেছে বাংলা। গোলের সুযোগগুলো নষ্ট না করলে হয়তো জিততেও পারতাম।”
|
সেমিফাইনালে গেল বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
হুগলির চুঁচুড়া স্টেডিয়ামে আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেটের সেমিফাইনালে উঠল বর্ধমান। মঙ্গলবার তারা কোয়ার্টার ফাইনালে শিলিগুড়িকে ৪৯ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে বর্ধমান করে ২৫ ওভারে ১২৫-৯। দলের ঐশিক প্যাটল করে ৫৩, তমঘ্ন নাথ ৪৫। শিলিগুড়ি ২২ ওভারে ৭৬ রানে অলআউট। বর্ধমানের হয়ে সফলতম বোলার ঐশিক (২০-৪)। সজীব সাহা ৯ রানে ৩ উইকেট দখল করে। আজ, বুধবার বর্ধমান সেমিফাইনাল খেলবে দক্ষিণ দিনাজপুরের বিরুদ্ধে। এর আগে অনূর্ধ্ব ১৯ ও ১৬ আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে উঠেছে বর্ধমান। প্রতিটি বয়স-ভিত্তিক প্রতিযোগিতায় জেলার এই সাফল্যের কারণ সম্পর্কে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষের দাবি, “আমরা যোগ্যতমদের দলে নিয়েছি। অনূর্ধ্ব ১৪ ক্রিকেটেও বর্ধমান ফাইনালে উঠবে। যদি আমরা প্রতিটি বিভাগে ট্রফি জিততে পারি, তবেই আমাদের সুনামের প্রতি সুবিচার করা হবে।”
|
মরক্কো ফিরে গেলেন করিম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফার বাবা গুরুতর অসুস্থ। শনিবার অস্ত্রোপচার হওয়ার কথা। রবিবার রাতেই এই খবর পান করিম। ক্লাব-কর্তারা তখনই মোহন কোচকে মরক্কো যাওয়ার অনুমতি দিয়ে দেন। ক্লাবসূত্রের খবর, আট-দশ দিনের আগে করিম ফিরতে পারবেন না। এই মুহূর্তে আই লিগের ম্যাচ না থাকলেও কলকাতা লিগের ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। ঘরোয়া লিগ জিততে গেলে সব ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। শুক্রবারই যেমন কালীঘাট এমএসের সঙ্গে ম্যাচ। এই ম্যাচটা যুবভারতীর বদলে কল্যাণীতে হবে। এই পরিস্থিতিতে কোচহীন বাগান কিছুটা হলেও অস্বস্তিতে।
|
ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোর সামনে ব্রাজিল ওপেন খেতাব জেতার পর রাফায়েল নাদাল বলেছেন, “আট মাসের চোটের পরে কোর্টে ফিরে প্রথম খেতাব জেতার অনুপ্রেরণা পেয়েছি রোনাল্ডোর থেকেই।” বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় স্ট্রাইকারও একাধিক বার হাঁটুর অস্ত্রোপচারের পরেও স্বমহিমায় মাঠে ফিরে এসেছেন। নাদাল বলেছেন, “রোনাল্ডো তাই এ ব্যাপারে আমার কাছে একজন উদাহরণ স্বরূপ। ফুটবলজীবনে প্রচুর চোট আর অস্ত্রোপচারের পরেও মাঠে ফিরে এসেছে। বিশ্বসেরা হয়েছে। আমি ওর চোটের থেকে সেরে ওঠার লড়াই দেখে অনুপ্রেরণা পেয়েছি। ছোটবেলা থেকেই আমি রোনাল্ডোর ভক্ত। মনে আছে নব্বইয়ে রোনাল্ডো যখন বার্সেলোনায় খেলছে, তখন ওর সঙ্গে আমার ছবি তোলার সৌভাগ্য হয়েছিল। সেই ছোট বয়সে আমি সে জন্য খুব গর্ব অনুভব করতাম।”
|
দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে নানি প্রথমে নিজে গোল করলেন। তিন মিনিট পরেই হার্নান্দেজকে দিয়ে গোল করালেন। শেষের দিকে ম্যাকআনাফ রিডিং-এর হয়ে সান্ত্বনা গোল করলেও তাতে এফ এ কাপের পঞ্চম রাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২-১ জিততে অসুবিধে হয়নি। রুনি-ফান পার্সিকে বিশ্রাম দিয়েই ফার্গুসনের দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এবং সেখানে ম্যান ইউয়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী গত বারের চ্যাম্পিয়ন চেলসি। দু’দলের শেষ সাক্ষাত গোল এবং গেমসম্যানশিপ-বিতর্কে সোরগোল ফেলে দেওয়ায় এখন থেকেই এফ এ কাপ কোয়ার্টার ফাইনাল নিয়ে উত্তপ্ত হচ্ছে ইংল্যান্ড। যদিও তার আগে ২৭ ফেব্রুয়ারি রাফা বেনিতেজের দলকে হারাতে হবে মিডসলবরোকে।
|
একাধিক বারের অলিম্পিক এবং বিশ্বকাপ হকি চ্যাম্পিয়ন পাকিস্তানের ঘরোয়া হকি সংস্থার এমনই আর্থিক টানাটানি চলছে যে, টাকার অভাবে পাকিস্তান দলের আজলান শাহ হকিতে খেলা কার্যত হচ্ছে না। চূড়ান্ত ঘোষণার আগে পাক হকি সংস্থা একবার শেষ চেষ্টা করছে পাক সরকারের সাহায্যপ্রার্থী হয়ে। কিন্তু পাক সরকারের প্রতিশ্রুতি মতো আর্থিক অনুদান পাওয়াও অনিশ্চিত। একই কারণে পাক জুনিয়র হকি দলের সিঙ্গাপুর সফরও বাতিল হওয়ার মুখে। |