টুকরো খবর |
ঋণ শোধ নিয়ে জট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিএসকেপি প্রকল্পে নিযুক্ত এক মোটিভেটর নিজেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে শুধছেন না। সমস্যা সমাধানের আর্জি জানিয়ে মেদিনীপুরের (সদর) মহকুমাশাসককে চিঠি লিখেছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ বার কী করণীয়, জানতে চেয়ে ‘সোসাইটি ফর সেল্ফ এমপ্লয়মেন্ট অফ আন-এমপ্লয়েড ইয়ুথ’-এর ম্যানেজিং ডিরেক্টরকে চিঠি দিলেন মহকুমাশাসক। মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে। মহকুমাশাসক অমিতাভ দত্ত শুধু বলেন, “এটা প্রশাসনের ব্যাপার।” বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে ‘বাংলা স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প’ (বিএসকেপি) চালু করেছে কেন্দ্র। এ জন্য জেলায় মোটিভেটর রয়েছেন। এমনই এক মোটিভেটর দেবেশরঞ্জন গিরি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ নিয়েছিলেন ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। তাঁর কাছ থেকে ব্যাঙ্কের প্রাপ্য ২ লক্ষ ৮৩ হাজার ৮৫৯ টাকা। তা জানিয়ে ৬ তারিখ মহকুমাশাসকের কাছে চিঠি পাঠান ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কী ভাবে বকেয়া টাকা পাওয়া যাবে, তার উপায় জানতে চাওয়া হয়।যাঁরা মাধ্যম হিসেবে কাজ করেন। জেলা প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য, “মোটিভেটর যদি নিজেই ঋণ নিয়ে তার পরিশোধ না- করেন, তাহলে অন্যকে ঋণ পরিশোধে উত্সাহ দেবেন কী করে?”
|
জখম তৃণমূল কর্মীর মৃত্যু, সরানো হল ওসিকে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জমি-বিবাদে জখম তৃণমূল কর্মীর মৃত্যুর পরই সরানো হল নারায়ণগড় থানার ওসি সুজন রায়কে। মঙ্গলবার সকালে কলকাতার হাসপাতালে মারা যান তৃণমূল কর্মী উপেন খাটুয়া (৫০)। তারপরই ওসি-বদল। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ওই ওসিকে মেদিনীপুর পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে।” নারায়ণগড় থানার নতুন ওসি হচ্ছেন অমিত অধিকারী। পুলিশ এই ঘটনায় তেরো জন সিপিএম কর্মী-সমর্থককে গ্রেফতার করলেও তৃণমূলের মতে প্রধান অভিযুক্ত সিপিএমের নারায়ণগড় লোকাল কমিটির সদস্য রমেশচন্দ্র পালকে ধরেনি। তার জেরেই ওসি কোপে পড়লেন কি না, জল্পনা চলছে। সিপিএমের বেলদা জোনাল সম্পাদক ভাস্কর দত্ত বলেন, “পঞ্চায়েত ভোটের আগে পুলিশকে চাপে রাখতেই ওসিকে সরানো হল।” পুলিশের ভূমিকায় যে অসন্তোষ ছিল, মানছেন তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দ। তিনি বলেন, “পুলিশ রমেশচন্দ্র পালকে ধরেনি। অথচ তাঁর নেতৃত্বেই হামলা হয়েছে।” যদিও নারায়ণগড়ের সিপিএম বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বক্তব্য, “জমি নিয়েই গণ্ডগোল। এর সঙ্গে দলের সম্পর্ক নেই।” নারায়ণগড় থানার কাশীপুর গ্রাম পঞ্চায়েতের মুড়াবনিতে গোলমালের সূত্রপাত গত শনিবার সকালে। গ্রামের তিন বিঘা জমি নিয়েই অশান্তি। ওই জমি ব্যক্তি মালিকানাধীন নয়। গ্রামবাসী পালা করে তাতে চাষ করেন এবং যা আয় হয় তা দিয়ে নানা উৎসবের আয়োজন হয়। এ বার কিছু তৃণমূল কর্মী-সমর্থক ওই জমিতে চাষের সুযোগ পান। অভিযোগ, শনিবার তাঁরা চাষের কাজে গেলে সিপিএম হামলা চালায়। সংঘর্ষে দু’দলের ১২ জন জখন হন।
|
বিজেপির ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সহায়ক মূল্যে ধান কেনায় গতি আনা-সহ বেশ কয়েক দফা দাবিতে মঙ্গলবার জেলার বিভিন্ন বিডিও অফিসে স্মারকলিপি দেয় বিজেপি। মেদিনীপুর, ডেবরা সহ জেলার প্রায় কুড়িরও বেশি ব্লকে এই কর্মসূচি হয়েছে বলে দলীয় নেতৃত্ব জানান। বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় এ দিন এ প্রসঙ্গে বলেন, “জেলার বিভিন্ন বিডিও অফিসেই স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলার কোথাও সহায়ক মূল্যে ধান কেনায় গতি নেই। সর্বত্র অভাবি বিক্রি চলছে। কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের কর্মসূচি।”
|
মাদ্রাসার প্রথম দিন নির্বিঘ্নেই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
নির্বিঘ্নে শুরু হল মাদ্রাসা পরীক্ষা। পশ্চিম মেদিনপুরে পরীক্ষার্থীর সংখ্যা এ বার ৮২২। জেলায় মোট তিনটি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মেদিনীপুর সদর ব্লকের এলাহিয়া, কেশপুর ব্লকের সুতারগেড়িয়া ও ঘাটালের বলরামগড় হাই মাদ্রসায় পরীক্ষা চলবে ৯ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের মধ্যে ৩১৫ জন ছাত্র ও ৫০৭ জন ছাত্রী। মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক মির্জা আজিবুর রহমান বলেন, “প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। প্রশাসন সব রকম ব্যবস্থা নিয়েছে।”
|
নতুন ওসি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর লোকাল থানার নতুন ওসি হলেন অভিজিত্ বিশ্বাস। তিনি এত দিন দাসপুর থানার ওসি ছিলেন। মঙ্গলবার রাতেই তিনি এই পদে যোগ দেন। এর আগে লোকাল থানার ওসি ছিলেন শীর্ষেন্দু দাস। এক অভিযোগের প্রোক্ষিতে মাসখানেক আগে তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এখন অবশ্য তিনি মেদিনীপুর কোতোয়ালি থানায় কর্মরত। |
|