বটানিক্যাল নিয়ে নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিগত তিন বছরে বটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ বাগানের রক্ষণাবেক্ষণে কত টাকা খরচ করেছেন তার হিসেব চাইল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বিভিন্ন খাতে গার্ডেন কর্তৃপক্ষ যে টাকা পেয়েছেন তারও হিসেব জানাতে নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং শুক্লা কবীর সিংহের ডিভিশন বেঞ্চ পরিবেশকর্মী সুভাষ দত্তের করা বটানিক্যাল গার্ডেন সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সব থেকে বড়, মানুষের তৈরি এই উদ্ভিদ-জগতের রক্ষণাবেক্ষণ নিয়ে সুভাষবাবু ২০০২ সালে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, বটানিক্যালের রক্ষণাবেক্ষণের ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট উদাসীন। এ জন্য ধীরে ধীরে বাগানটির অবস্থা খারাপ হয়ে পড়ছে। সুভাষবাবুর এই অভিযোগের প্রেক্ষিতেই মঙ্গলবার আদালত গার্ডেন কর্তৃপক্ষকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাগান রক্ষণাবেক্ষণের জন্য খরচের হিসেব জানাতে বলে। এ দিন সরকারি আইনজীবী অশোক গঙ্গোপাধ্যায় প্রধান বিচারপতিকে বাগান পরিদর্শন করার জন্য আবেদন জানালে প্রধান বিচারপতি জানান, যেহেতু তিনি মামলাটি শুনছেন তাই তিনি সেখানে যেতে পারেন না।
|
রাস্তা জুড়ে বিচরণ। সল্টলেকে, মঙ্গলবার। ছবি: শৌভিক দে।
|
|
বন্য প্রাণী সংরক্ষণ প্রচারে লিওনার্দো |
বন্য প্রাণী সংরক্ষণের বিষয়ে তৎপর হলেন হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি বন্যপ্রাণীদের বাঁচার অধিকার জোরদার করতে একটি তহবিল তৈরি করেন। ‘হ্যাণ্ডস অফ মাই পার্টস’ নামের একটি প্রচারও যোগ দেন তিনি। বিশ্বের হাতি ও গন্ডারদের সংখ্যা ক্রমেই কমে আসছে। খড়্গ, দাঁত, হাড় এবং চামড়া এসবের লোভে চোরাশিকারিরা ফাঁদ পেতে খুন করছে এই পশুগুলিকে। এই চোরাশিকারের বিরুদ্ধে ও পরিবেশে এই প্রাণীদের গুরুত্ব বোঝাতেই এই পদক্ষেপ করেছেন তিনি জানালেন লিওনার্দো। |