টুকরো খবর |
মেঘালয়ে অবৈধ খনির বিরুদ্ধে সনিয়া
নিজস্ব সংবাদদাতা • জোয়াই |
কংগ্রেস সভানেত্রীর ভাষণ চলছে। পাশ থেকে রুবুল আলি বলে উঠলেন, “এ যে কালিদাসের কাণ্ড! যে জমিতে দাঁড়িয়ে অবৈধ খনির বিরুদ্ধে ম্যাডাম ভাষণ দিচ্ছেন, সেই জমির অবৈধ কয়লার টাকাতেই তো নির্বাচনী প্রচারের এই রমরমা!” সনিয়া গাঁধীর হোমওয়ার্ক ভালই ছিল। মেঘালয়ে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে বলে কয়লা খনির বিরুদ্ধে নাগাড়ে আন্দোলন চলছে। অন্য দিকে, আন্দোলন চলছে ভূমিপুত্রদের অধিকার রক্ষা নিয়ে। ইনারলাইন পারমিট চালু করার দাবিকে ভোটের আগে কোনও মতে গোঁজামিল দিয়ে ঠেকিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। জোয়াইয়ের নির্বাচনী প্রচারে এসে দু’টি বিষয়কেই ভাষণে টেনে এনেছেন সনিয়া। তিনি বলেন, “জোয়াইয়ে অবৈধ খনির প্রভাবে পরিবেশের উপরে কুপ্রভাব পড়া বন্ধ করতে ব্যবস্থা নেবে কংগ্রেস। অনুপ্রবেশ বন্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।” ভূমিপুত্রদের হাতে অধিক ক্ষমতা দানের আশ্বাস দিয়ে সনিয়া বলেন, “অনুপ্রবেশ সমস্যা নিয়ে এখনও অনেক কাজ বাকি রয়েছে। মেঘালয়ের অনুপ্রবেশ সমস্যা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা কথা বলছি।”
|
ভোট বয়কট,বনধ ডাকল জঙ্গিরা
নিজস্ব সংবাদদাতা • শিলং |
রাজ্যের বিধানসভা নির্বাচন বয়কট করে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২৪ ফেব্রুয়ারি সকাল ৬টা অবধি মেঘালয় বনধের ডাক দিল জঙ্গি সংগঠন হিন্নেইত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি)। ভোটের আগে, এএনভিসি, এএনভিসি (যুদ্ধপন্থী) ও জিএনএলএ-র সঙ্গে শান্তি আলোচনার প্রাথমিক বোঝাপড়া করে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। কিন্তু এইচএনএলসি বনধ ডাকায় ফের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এইচএনএলসির তরফে জানানো হয়েছে, অত্যাবশ্যক পরিষেবা বাদে বনধে বাকি কোনও কিছুই চলবে না। রাজ্যের সিইও প্রশান্ত নায়েক জানান, বনধ হলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে নির্বাচনী প্রক্রিয়া চলবে।
|
দুই জঙ্গিকে জেরা দিল্লিতে
নিজস্ব সংবাদদাতা • পটনা |
১১ বছর আগে এক বনকর্তা খুনের ঘটনায় সিবিআই দুই মাওবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য কাল রাতে রোহতাস জেল থেকে দিল্লি নিয়ে গিয়েছে। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে রোহতাসে খুন হন জেলার বনকর্তা সঞ্জয় সিংহ। সিবিআই এই ঘটনার তদন্ত করছে। গত বছর এক সঙ্গী-সহ অভয় যাদব আত্মসমর্পণ করে। অভয় জানায়, বনকর্তা খুনের ঘটনায় সে যুক্ত।
|
দু’ঘণ্টার অবরোধ বাসুগাঁও স্টেশনে
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়, অপহরণ, খুনের ঘটনার প্রতিবাদে সারা বিটিসি বাঙালি যুব ছাত্র ফেডারেশন মঙ্গলবার সকালে চিরাং জেলার বাসুগাঁও রেল স্টেশনের কাছে প্রায় দুই ঘন্টা রেল অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনায় অসম এবং পশ্চিমবঙ্গের মধ্যে দুই ঘন্টা রেল চলাচল বন্ধ হয়ে থাকে। ৯টি দূরপাল্লার ট্রেন আটকে পরে দুই রাজ্যের বিভিন্ন স্টেশনে। এর মধ্যে ডাউন গুয়াহাটি-দিল্লি রাজধানী এক্সপ্রেসকে ফকিরাগ্রাম স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।
|
ফের হাজিরা
সংবাদসংস্থা • আদিলাবাদ |
মঙ্গলবার নির্মল আদালতে ফের হাজির হলেন এমআইএম সংগঠনের নেতা আকবরউদ্দিন ওয়াশি। উস্কানিমূলক মন্তব্য করায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। নিজামাবাদ ও আদিলাবাদ জেলার দু’টি আদালতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। ১৬ ফেব্রুয়ারি তাঁর জামিন হয়। পরের শুনানি ৫ মার্চ।
|
ভর্তিতে স্থগিতাদেশ নয় |
শহরের বেসরকারি স্কুলে নার্সারিতে ভর্তির উপরে স্থগিতাদেশ দিতে রাজি হল না দিল্লি হাইকোর্ট। নামীদামি বেসরকারি স্কুলগুলি যে ভাবে নার্সারিতে ভর্তি করে, সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও আদালত জানিয়েছে, প্রতিটি শিশু যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সে দিকে রাজ্য সরকারকে খেয়াল রাখতে এবং প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী ৬ থেকে ১৪ বছরের প্রতিটি শিশু বিনামূল্যে শিক্ষা লাভের সুযোগ পেতে পারে। আদালতের মন্তব্য, এই আইনের আওতায় এ বার নার্সারি পড়ুয়াদেরও নিয়ে আসা উচিত।
|
মন্ত্রীর বাড়ি তল্লাশি |
মহারাষ্ট্রের শহর উন্নয়ন মন্ত্রী ও এনসিপি দলের সদস্য ভাস্কর যাদবের বাড়ি তল্লাশি চালাল আয়কর দফতর। রাজ্যে যখন খরা, ভাস্কর যাদব তাঁর ছেলের ও মেয়ের বিয়েতে প্রচুর অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ। বিয়ে দু’টির অনুষ্ঠানের জন্য রাজকীয় এক প্রাসাদ বানানো হয়। অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ২২টি হেলিপ্যাড। নিমন্ত্রিত ছিলেন প্রায় ১ লক্ষ। যে রত্নগিরি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন ভাস্কর যাদব, সেটি রাজ্যের অন্যতম খরা কবলিত এলাকা।
|
জেটলির ফোনে আড়িপাতা, ধৃত ৪ |
অরুণ জেটলির ফোনে আড়িপাতার অপরাধে গ্রেফতার করা হল ৪ জনকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মধ্যে এক জন পুলিশ কনস্টেবল অরবিন্দ দাবাস। বাকি তিন জন বেসরকারি গোয়েন্দা। পুলিশের দাবি, এই চার জনের একটি চক্র অবৈধ ভাবে আরও ১২ জন নেতার ফোন ট্যাপ করার চেষ্ঠা করছিল। এর পিছনে কোনও ক্ষমতাশালী ব্যক্তির হাত রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। |
|