মিড-ডে মিলের ‘হেঁশেল’
নিজস্ব সংবাদদাতা |
৫৭টি স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিল দিতে চালু হল কমিউনিটি কিচেন। তারই উদ্বোধনে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। মঙ্গলবার। —নিজস্ব চিত্র |
পাঁচটি ওয়ার্ডের ৫৭টি স্কুলের প্রায় ১৫ হাজার ছেলেমেয়ের মিড-ডে মিল রান্নার জন্য দক্ষিণ কলকাতায় ‘হেঁশেল’ নামে একটি কমিউনিটি কিচেন চালু করল রাজ্য। মঙ্গলবার এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ৫৭টি স্কুলের মধ্যে ২৫টি প্রাথমিক ও ৩২টি উচ্চ প্রাথমিক স্কুল। ব্রাত্যবাবু এ দিন বলেন, “কলকাতায় এ নিয়ে ১০টি বড় কমিউনিটি কিচেন হল। দু’-তিন হাজার ছেলেমেয়ের জন্য খাবার রান্না হয়, এমন ছোট কিচেন আছে ৮০টি।” তাঁর দাবি, প্রাথমিকের ৯৫ ভাগ ছাত্রছাত্রীকে মিড-ডে মিলের আওতায় আনা গিয়েছে, উচ্চ প্রাথমিকে এসেছে ৯২ ভাগ ছাত্রছাত্রী। বাকি কাজ এক বছরের মধ্যে হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে নারকেলডাঙায়। মৃতের নাম বিধান মণ্ডল (৪০)। নিউ টাউনের বাসিন্দা বিধান পেশায় মোজাইক মিস্ত্রি ছিলেন। পুলিশ জানায়, এ দিন গাড়ি চালানো শিখতে গিয়ে এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারেন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিধানকে মৃত ঘোষণা করা হয়। অন্য দিকে, সোমবার রাতে শহরে পৃথক দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলা-সহ দু’জনের। পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে রাত পৌনে ১০টা নাগাদ বেলেঘাটা মেন রোডে। রানি রাসমণি বাজারের কাছে ৪৪ নম্বর রুটের বেসরকারি একটি বাস থেকে নামতে গিয়ে শুভ পাল (১৭) নামে কবি সুকান্ত সরণির বাসিন্দা এক কিশোর পড়ে যায় এবং ওই বাসেরই পিছনের চাকায় পিষ্ট হয় সে। ওই কিশোরকে পুলিশ এনআরএসে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরের দুর্ঘটনাটি ঘটে রাত ১০টা নাগাদ উল্টোডাঙা থানা এলাকায় মিল্ক কলোনি বাসস্টপে। পুলিশ জানায়, বেলগাছিয়া ভিলা-র বাসিন্দা মালতি ঘোষ (৪৫) রাস্তা পার হচ্ছিলেন। একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর জখম অবস্থায় মালতীদেবীকে আরজিকরে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
দক্ষিণ কলকাতার রাজা সুবোধ মল্লিক রোডে মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে। সাইকেলে করে যাচ্ছিলেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। উল্টো দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে যায় পাটুলি থানার পুলিশ। বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাত পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি।
|
এক কলেজছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে তারাতলা থানা এলাকার ব্রেসব্রিজে। ধৃতের নাম সোহর হোসেন। বছর পঁয়ত্রিশের ওই যুবকের বাড়ি ময়ূরভঞ্জ রোডে। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে হাওড়ার বালির বাসিন্দা বছর উনিশের এক তরুণী ব্রেসব্রিজে তাঁর বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। ফেরার সময়ে রাস্তায় মোটরবাইকে চড়ে এসে সোহর তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বরুণ সাহা সোহরকে ধরে ফেলেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে পরে তাকে গ্রেফতার করা হয়।
|
ঘরে ঢুকে ল্যাপটপ, মোবাইল, সোনার গয়না-সহ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোরেরা। সোমবার, কেষ্টপুর পালপাড়াতে। পুলিশ জানায়, বাড়ির মালিক সুব্রত বসাক সপরিবারে বাড়িতেই ছিলেন। সকালে বুঝতে পারেন ঘরে চোর ঢুকেছিল। সুব্রতবাবুদের দাবি, চোরেরা ঘরে ঢুকে ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করে। ফলে রাতে ঘুম ভাঙেনি। তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। |