ধর্মঘটের দু’দিন এটিএম খোলা থাকা নিয়ে সংশয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ এবং কাল, ধর্মঘটের এই দু’দিন ব্যাঙ্কে এটিএম পরিষেবা চালু থাকবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ ব্যাঙ্কগুলি এটিএম খোলা রাখার কথা জানালেও, নিরাপত্তা ও সাফাই কর্মীরা ধর্মঘটে যোগ দেবেন। ফলে সেগুলি চালু রাখা আদৌ সম্ভব হবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়ে। দেশ জুড়ে দু’দিন ধর্মঘট চলার সময় বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজাও। কারণ ইতিমধ্যেই ধর্মঘটে সামিল হওয়ার কথা জানিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। তবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের আহ্বায়ক নগেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “এটিএম বন্ধ রাখা আমাদের কর্মসূচিতে নেই।” ব্যাঙ্ক কর্তারাও জানান, মঙ্গলবারই এটিএমে টাকা ভরা হয়েছে। কিন্তু আর এক সংগঠন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের দাবি, “এটিএমের নিরপত্তা এবং সাফাই কর্মীরাও ইউনিয়নের সদস্য। তাই তাঁরা ধর্মঘটে যোগ দেবেন।”
|
সিস্টেমা-শ্যামের আগাম আবেদন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী দিনে সুপ্রিম কোর্ট পরিষেবা বন্ধের নির্দেশ দিলেও, অন্তত পরবর্তী নিলাম পর্যন্ত তা চালিয়ে যেতে কেন্দ্রের কাছে বিশেষ লাইসেন্স চাইল সিস্টেমা-শ্যাম টেলি সার্ভিসেস। দেশে যাদের ‘এমটিএস’ ব্র্যান্ডের পরিষেবা ব্যবহার করেন প্রায় ১.২৬ কোটি মানুষ। সংস্থার দাবি, কোনও কারণে রায় বিপক্ষে গেলেও যাতে গ্রাহকেরা বিপাকে না পড়েন, সে জন্যই আপাতত পরিষেবা চালিয়ে যেতে ওই লাইসেন্স চেয়ে রাখল তারা। উল্লেখ্য, টু-জি কাণ্ডে লাইসেন্স বাতিল হওয়া যে সব সংস্থা গত নিলামে নতুন করে স্পেকট্রাম পায়নি কিংবা নিলামে অংশই নেয়নি, গত শনিবার তাদের অবিলম্বে পরিষেবা বন্ধের নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু সিস্টেমার দাবি ছিল, ১০ জানুয়ারি করা আর্জির পরিপ্রেক্ষিতে তাদের জন্য আলাদা রায় দেবে সুপ্রিম কোর্ট। এখন সেই রায় তাদের বিপক্ষে গেলেও যাতে পরিষেবা চালানো যায়, তার জন্যই এ দিন কেন্দ্রকে চিঠি দিয়েছে তারা। তা ছাড়া, আসন্ন স্পেকট্রাম নিলামে অংশ নিয়ে ফের লাইসেন্স পাওয়ার ইচ্ছেও বার বারই প্রকাশ করেছে সংস্থা।
|
বেতন কিংফিশারে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ব্যাঙ্ক কনসোর্টিয়াম ধারের টাকা ফেরত নিতে উদ্যোগী হওয়ার পর সপ্তাহ ঘুরতেই কর্মীদের একাংশের এক মাসের বকেয়া বেতন মেটাল কিংফিশার। সংস্থা সূত্রে খবর, কম বেতনের কর্মী, কিছু পাইলট ও ইঞ্জিনিয়াররা টাকা পেয়েছেন। তবে সরকারি ভাবে এ নিয়ে কিছু জানায়নি সংস্থা। যেমন জানায়নি ডিজিসিএ-র সঙ্গে এ দিন সিইও সঞ্জয় অগ্রবালের বৈঠক নিয়ে কোনও কথাও। এ দিকে, এয়ারপোর্ট অথরিটি বকেয়া মেটানোর দাবি জানিয়েছে সংস্থার কাছে।
|
কলকাতা থেকে মালয়েশিয়ার উড়ান সংখ্যা বাড়াচ্ছে এয়ার এশিয়া। সে দেশের সস্তার এই বিমানসংস্থা এত দিন কলকাতা-কুয়ালালামপুর রুটে সপ্তাহে তিন দিন উড়ান চালাত। সংস্থা জানিয়েছে, গড়ে তাদের উড়ানে ৮০ শতাংশ যাত্রী হওয়ায় মার্চের মাঝামাঝি সময় থেকে তারা কলকাতা থেকে কুয়ালালামপুরে দৈনিক উড়ান চালাবে। এই সংস্থাই শহর থেকে ব্যাঙ্ককে দৈনিক উড়ান চালাচ্ছে। |