রেণু-খুনের মামলায় সাক্ষ্য দিলেন আইসি
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রেণু সরকার খুনের মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিলেন বোলপুর থানার আইসি কমল বৈরাগ্য। বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতে বিচারক সোমেশপ্রসাদ সিংহের এজলাসে এই মামলার চতুর্থ দফার সাক্ষ্যগ্রহণ চলছে। গত বছর ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনে বাড়ির দোতলার ঘরে খুন হন রেণুদেবী। ওই ঘটনায় বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার, এলাকার দাগি দুষ্কৃতী মঙ্গল সাহানি ও তার সঙ্গী পিন্টু দাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “এ দিন কমলবাবু নিজের সাক্ষ্যে জানিয়েছেন, নিহতের বাড়ির কেয়ার টেকার উজ্জ্বল তপাদারের লিখিত অভিযোগ পুলিশকর্মী মারফত পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়। অভিযোগের তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয় বোলপুর থানার সাব ইন্সপেক্টর দেবাশিস ঘোষকে। এ ছাড়া বিভিন্ন লোকের মোবাইল ফোনের ‘সিডিআর’ (কল ডিটেলিং রিপোর্ট) চাওয়া এবং তাতে তিনি স্বাক্ষর করে প্রয়োজনীয় জায়গায় পাঠানোর কথাও আদালততে জানিয়েছেন আইসি। ঘটনার তদন্তকারী অফিসারের রিপোর্ট তদন্তের স্বার্থে প্রয়োজনীয় জায়গায় পাঠানোর জন্যও সই করেছিলেন কমলবাবুই।”
|
তদন্তে বিশেষজ্ঞ দল
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
শ্রীনিকেতন লাগোয়া কালীসায়র মোড়ে তিনটি দোকানে অগ্নি সংযোগের ঘটনার তদন্তে এলেন দুই ফরেন্সিক বিশেষজ্ঞ। মঙ্গলবার পুলিশ ও বিদ্যুৎ দফতরের লোকজনকে নিয়ে কলকাতার ওই দল ঘটনাস্থলে এসে ছবি তোলেন এবং নমুনা সংগ্রহ করেন। ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সাহা বলেন, “নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে রিপোর্ট পাঠানো হবে।” সোমবার ভোরে বোলপুর থানার শ্রীনিকেতন লাগোয়া কালীসায়র মোড়ে তিনটি দোকানে চুরির পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে থানায় অভিযোগ জমা পড়েছিল। তাই ধন্দ্বে ছিল পুলিশ। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “ফরেন্সিক বিশেষজ্ঞ দলের রিপোর্ট পাওয়ার পরে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে দেহটি উদ্ধার হয়েছে দুবরাজপুর থানা এলাকার কান্তোর গ্রামের একটি পুকুর পাড়ে গাছে ঝুলতে থাকা আবস্থায়। পুলিশ জানায়, মৃতের নাম যাদব বাউড়ি (২৪)। বাড়ি ওই গ্রামেই। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মঙ্গলবার দেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
দুবরাজপুরের লোবা গ্রামের সমস্যা নিয়ে রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করলেন পিডিএস নেতৃত্ব। লোবায় গুলিচালনার ঘটনার যথাযথ তদন্ত এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ডের বক্তব্য, “আলোচনার পথে লোবার সমস্যার সমাধান হতে পারে। কিন্তু রাজ্য সরকার আন্দোলনকারীদের জামিনের আবেদনের বিরোধিতা করছে। এই রকম মনোভাব নিয়ে চললে আলোচনা হবে কী ভাবে?” |