মিটল না নাশিদ-সঙ্কট
সংবাদসংস্থা • মালে |
মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদের বিরুদ্ধে নতুন পরোয়ানা বিড়ম্বনা বাড়াল ভারতের। গ্রেফতারি এড়াতে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছেন নাশিদ। সাত দিন কাটলেও এই সঙ্কটের সমাধানসূত্র বের করতে পারেনি ভারত। তবে নাশিদকে হাইকমিশন ছেড়ে যেতেও বলবে না তারা। নাশিদের ভারতীয় হাইকমিশনে থাকা নিয়ে বাগ্যুদ্ধে জড়িয়েছে ভারত ও মলদ্বীপ। প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদ সরকারের বক্তব্য, হাইকমিশনে বসে রাজনৈতিক কাজকর্ম চালাচ্ছেন নাশিদ। নাশিদের দল এমডিপি-র পাল্টা দাবি, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরাত্যেই নাশিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে ভারতের ভূমিকার প্রশংসাও করেছে তারা। নাশিদকে বুধবার বিকেল চারটের মধ্যে হাজির হতে নয়া পরোয়ানা জারি করেছে মলদ্বীপের আদালত। প্রাক্তন প্রেসিডেন্টের গ্রেফতারির ব্যবস্থা করতে অ্যাটর্নি-জেনারেলের মাধ্যমে সে দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। বিষয়টি হাইকমিশনকে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে ভারত জানিয়েছে, তারা নাশিদকে হাইকমিশন ছেড়ে যেতে বলবে না। তবে তিনি নিজে চলে যেতে পারেন। বিষয়টি মিটিয়ে ফেলতে সক্রিয় ভারতও। ওয়াহিদের জোটশরিক ডিআরপি দলের নেতা থাসমিন আলি ও প্রগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লা ইয়ামিনের সঙ্গেও কথা বলেছেন হাইকমিশনার ডি এম মুলে।
|
কোয়েটা-কাণ্ডে ধৃত ৭ জঙ্গি |
নিরাপত্তাবাহিনীর অভিযানে ধরা পড়ল এক জঙ্গি গোষ্ঠীর সাত জন। অভিযান চলাকালীন বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ওই গোষ্ঠীর আরও চার জঙ্গি। পুলিশ জানায়, দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটা শহরে এই অভিযানটি চালানো হয় সোমবার ভোররাতে। পাক আভ্যন্তরীণ দফতর যদিও জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ করেনি। তবে ওই দফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গি গোষ্ঠীর ডেরা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, সুইসাইড জ্যাকেট, বোমা ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। গত সপ্তাহেই ওই জঙ্গি গোষ্ঠী শহরের প্রায় ৯০ জনকে খুন করেছে।
|
এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হল সাত ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানার চেঞ্জ স্কোয়ার এলাকায়। পুলিশ জানায়, এ দিন এক সেনা বিমান একটি আবাসনের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। ওই বিমানের চালক-সহ সাত সেনা মারা যান। এই ঘটনায় ওই আবাসনেরও একাধিক ব্যক্তির মৃত্যু হওয়ার আশঙ্কা আছে বলেই জানিয়েছে প্রশাসন।
|
মাইকেল জ্যাকসনের ছেলে প্রিন্স তাঁর জীবনের প্রথম চাকরিতে যোগ দিল। মঙ্গলবার রাতে একটি বিনোদনের চ্যানেলে প্রতিবেদক হিসেবে যোগ দান করল। ওই চ্যানেল সূত্রের খবর, মাত্র ষোলো বছরের কিশোর প্রিন্স এ মধ্যেই এই ধরনের কাজের নানা বিষয়েই পারদর্শী হয়ে উঠেছে। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে সে জানিয়েছিল ক্যামেরার সামনে বা পিছনে কোথাও তার কোনও জড়তা নেই। বরং সে প্রযোজক, পরিচালক, নায়ক ও লেখক-সব ভূমিকাতেই অবতীর্ণ হতে চায়।
|
পথ দুর্ঘটনায় মারা গেলন ন’জন বাসযাত্রী। আহত ১০ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্য চিনের হুবেই প্রদেশে। পুলিশ জানায়, ১৯ জন যাত্রী নিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে ছোট নদী খাতে ঢুকে যায়।
|
রাশিয়ায় উল্কাপাতের সময় আকাশ জুড়ে যে বিস্ফোরণ দেখা গিয়েছিল সেটি হিরোশিমার পরমাণু বিস্ফোরণের প্রায় ৩০ গুণ বেশি। |