পার্ক স্ট্রিট কাণ্ড: ২ মার্চ শুরু বিচার পর্ব |
দীর্ঘ টালবাহানা, গাফিলতির পর্ব পেরিয়ে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের বিচার পর্ব শুরু হতে চলেছে। এর মাঝে কেটে গিয়েছে এক বছর ১৩ দিন। ঘটনায় আক্রান্ত মহিলার কপালে সুবিচারের বদলে জুটেছে রাজনৈতিক নেতা-নেতৃদের ভর্ত্সনা এবং কটুক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এটি একটি “সাজানো ঘটনা”। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে নিগৃহিতার চালচলন নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যের শাসক দলের কিছু শীর্ষ নেতৃবৃন্দ। তবে দেরিতে হলেও ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টে ২ মার্চ থেকে শুরু হচ্ছে এই ঘটনার বিচার পর্ব। এখনও অধরা এই ঘটনার মূল অভিযুক্ত কাদের খান ও আলি খান। ঘটনার অন্য তিন অভিযুক্ত নাসির খান, রুমান খান ও সমিত বাজাজের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
|
ক্যানিং-এ যুবক খুন, প্রতিবাদে রেল-রাস্তা অবরোধ |
ক্যানিং-এর নলিয়াখালিতে ছিনতাইবাজদের গুলিতে খুন হলেন এক স্থানীয় যুবক। গত কাল রাতে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের কবলে পড়েন রহুল কুদ্দুস নামের ওই ব্যক্তি। বাধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলি চালায়। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় মানুষ। এলাকায় নিরাপত্তার দাবিতে ও পুলিশি গাফিলতির অভিযোগে নলিয়াখালিতে রাস্তা ও রেল অবরোধ করেন স্থানীয় মানুষ। বিপর্যস্ত হয়ে পড়ে সড়ক ও রেল পরিষেবা। পরে পুলিশি হস্তক্ষেপে এলাকা অবরোধ মুক্ত হয়।
|
বর্ধমানে মহিলার দেহ উদ্ধার |
বর্ধমানের পাল্লার শ্রীরামপুর গ্রামে দামোদরের ধারে মিলল এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে। মহিলার পরিচয় এবং কে বা কারা তাঁকে খুন করল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
|