পেশোয়ারে জঙ্গি হানা, নিহত চার
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের একটি সরকারি ভবনে নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশে হামলা চালায় কিছু আত্মঘাতী জঙ্গি। নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য। আহত আরও ৪। পুলিশ সূত্রে খবর, সোমবার খাইবার হাউস নামের ওই সরকারি ভবনে তখন একটি রাজনৈতিক দলের সভা চলছিল। নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশে কিছু জঙ্গি খাইবার হাউসের চত্বরে ঢুকে পড়ে। তার পরেই শোনা যায় ভারী বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ। পরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে চলে সংঘর্ষ। এর ফলে মৃত্যু হয় ৪ নিরাপত্তা রক্ষীর।
|
ফিরলেন চাভেস
সংবাদসংস্থা • ভেনিজুয়েলা |
চিকিৎসা সেরে প্রায় দু’মাস পর দেশে ফিরলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো চাভেস। টুইটারের মাধ্যমে তাঁর দেশে ফেরার বার্তা জানিয়ে দেন। কিউবায়ে ক্যানসার চিকিৎসা করাতে গিয়েছিলেন চাভেস। সোমবার ভোরবেলায় তিনি ভেনিজুয়েলায় পৌঁছন। তার পর তাঁকে কারাকাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
|
বেহালা নিলামে
সংবাদসংস্থা • লন্ডন |
টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মূহূর্তে ব্যান্ড মাস্টার ওয়ালিশ হার্টলে তাঁর বেহালা বাজিয়েছিলেন। সম্ভাব্য সেই বেহালা এখন নিলামে। অনেক দিন থেকেই এই বেহালা নিয়ে ছিল প্রচুর জল্পনা-কল্পনা। যদিও সেই বেহালা ব্যান্ড মাস্টার ওয়ালিশ হার্টলের কিনা তা নিয়ে রয়েছে এখনও সংশয়। তবে অনেকেই মনে করছেন এই বেহালা যদি আসল হয় এর দাম উঠবে প্রচুর। |