বাড়ি থেকে ঢেকে নিয়ে গিয়ে তৃমমূল শ্রমিক সংগঠনের নেতাকে খুনের অভিযোগ উঠল। রবিবার কোচবিহার কোতোয়ালির খোলটায়। নিহতের নাম বিজন সরকার (৪০)। সন্ধ্যায় তিনি বাড়িতে বসে টেলিভিশনে খবর দেখছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ তিন জন যুবক বাড়িতে এসে তাঁকে ডেকে নিয়ে যান। ১ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি ফিরছেন না দেখে বাড়ির লোকেরা খোঁজ শুরু করেন। এরই মধ্যে বাড়ি থেকে সামান্য দূরে একটি প্রাথমিক স্কুলের মাঠে তাঁর দেহ পড়ে রয়েছে বলে স্থানীয় কয়েকজন থানায় খবর দেন। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।” দলের কোচবিহার ২ নম্বর ব্লক সভাপতি পরিমল বর্মন বলেন, “বিজনবাবুর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়েছে বলে শুনেছি। পুরো ঘটনা যথাযথ তদন্ত করতে পুলিশকে আমরা জানাব।” প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। মহিলাঘটিত বিবাদেও খুন হতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পরিমলবাবুর দাবি, “সম্প্রতি খোলটা বাজারে স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ তোলায় বিজনবাবুর সঙ্গে কিছু সিপিএম নেতার বিবাদ বাধে। ওই ঘটনার জেরে খুন কি না তাও পুলিশের দেখা উচিত।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “অভিযোগ ভিত্তিহীন। তদন্ত করলেই তা স্পষ্ট হবে।”
|
শুরু হল হুজুর সাহেবের মেলা
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
রবিবার হলদিবাড়িতে দু’দিনব্যাপী ৬৯তম হুজুর সাহেবের মেলা শুরু হল। এ বারই মেলায় ধর্ম সম্মেলন উপলক্ষে তৌবারক (প্রসাদ) তৈরি করতে কোন প্রাণী কুরবানি দেওয়া হচ্ছে না। অন্য বার এই প্রসাদ তৈরির জন্যে প্রচুর মোষ বলি দেওয়া হত। হুজুর সাহেবের মেলা কমিটির সহ-সম্পাদক হারুন অল রশিদ সরকার বলেন, “প্রসাদ পেতে সব ধর্মের মানুষ আগ্রহী। তাই কুরবানি বন্ধ করা হল। সবাইকে নিরামিষ খিচুড়ি প্রসাদ দেওয়া হবে।”
|
বঞ্চিত শহিদদের পরিবার, নালিশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দক্ষিণ দিনাজপুরের খাঁপুরে তেভাগা আন্দোলনে শহিদ ২২ চাষি পরিবারের অধিকাংশ আজও সরকারি সহায়তা পাননি। বাম আমলে খাঁপুরকে আদর্শ গ্রাম ঘোষণা করে পরিবারগুলিকে পেনশন সহ অন্য সহায়তার আশ্বাস দেওয়া হয়। ব্লক তৃণমূলের উদ্যোগে শহিদ পরিবারের সদস্য, বৃদ্ধ প্রফুল্ল বর্মন, কার্তিক বর্মন, মতিলাল বর্মন, নারায়ণ বর্মন তাঁদের দুর্দশার কথা বলেন। দলের ব্লক সম্পাদক বিভাস চট্টোপাধ্যায় বলেন, “বিষয়টি আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি।” তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “পরিবারগুলির পেনশনের ব্যবস্থা করা যায় কিনা দেখা হবে।” ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে রবিবার বসে আঁকো প্রতিযোগিতা সহ ক্রীড়া অনুষ্ঠান হয়।
|
পাচারকারী সন্দেহে যুবককে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কিশোরীকে ভিন রাজ্যপাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটে বালুরঘাট রেলস্টেশনে। ধৃত যুবকের নাম উত্পল ভুঁইয়া। বাড়ি বালুরঘাটের খাসপুর এলাকায়। পাশের গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে নিয়ে অভিযুক্ত যুবক ট্রেন ধরতে স্টেশনে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে অভিযুক্তকে ধরে ফেলে। ধৃতের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে ভিন রাজ্যে পাচার করার চেষ্টার অভিযোগে মামলা করে পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হলে তার ১৪ দিন জেল হেফাজত হয়।
|
বৃদ্ধের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
গ্যারাজ থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার ইসলামপুরের রামগঞ্জ এলাকায়। মৃত ওই বৃদ্ধের নাম কার্তিক সরকার (৬৬)। বাড়ি শাস্ত্রীনগর এলাকায়। এদিন সকালে গাড়ি রাখার ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ দেহটি উদ্ধার করে। ওই বৃদ্ধ দীর্ঘদিন রোগে ভুগে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।
|
সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে সহবাসের ঘটনায় শনিবার রাতে ইসলামপুরের মিলনপল্লি এলাকা এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে সহবাসের অভিযোগ আছে ওই যুবকের বিরুদ্ধে। শনিবার তা মায়ের নজরে আসে। ওই নাবালিকার মা হইচই করলে বাসিন্দারা যুবককে ধরে ফেলে। পরে মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে ধরে পুলিশ। নাবালিকা ছাত্রীর মা’র দাবি, মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ইসলামপুরের শিয়ালতোড়ের বাসিন্দা, পেশায় গাড়ি চালক অভিযুক্ত যুবককে এ দিন আদালতে তোলা হয়। |