শিলিগুড়ি পুরসভার তিন নম্বর বরো কমিটির উদ্যোগে আন্তঃ ওয়ার্ড টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সেরা হল ১৭ নম্বর ওয়ার্ড। রবিবার বাঘাযতীন পার্কে প্রতিযোগিতা হয়। প্রথমে ব্যাট করতে নেমে ১৭ নম্বর ওয়ার্ড দল ১৬ ওভারে ১৭০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২২ নম্বর ওয়ার্ড দল ১৪ ওভারে ১০৮ রান তুলে অল আউট হয়ে যায়। বরো কমিটির চেয়ারম্যান নিখিল সাহানি জানান, তাঁর বরোর অধীনে থাকা ১০ টি ওয়ার্ডের দল যোগ দেয়।
|
ধরা পড়েনি অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রায় ৪ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ দায়েরের পরে প্রায় দু সপ্তাহ কেটে গেলেও অভিযুক্ত ৩ তৃণমূল সমর্থক সহ বাকিরা গ্রেফতার না হওয়ায় তৃণমূলের মন্ত্রী বিধায়কের দারস্থ প্রতারিত মহিলা। শামুকতলার উত্তর পারোকাটার বাসিন্দা প্রমীলা দাসের ছেলেকে চাকরি দেওয়ার টোপে প্রায় ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ৩ তৃণমূল সমর্থক সহ ৬ জনের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে নারায়ণ নার্জিনারি নামে অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে গ্রেফতার করে। কিন্ত তৃণমূলের তিন সমর্থক সহ বাকি চার অধরাই থেকে গিয়েছে। দ্রুত গ্রেফতার চেয়ে ওই মহিলা তৃণমুল কংগ্রেসের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা সভাপতি অনিল অধিকারী ও বনমন্ত্রী হিতেন বর্মন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দারস্থ হন। |