নায়িকা সংবাদ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি
|
এমনিতে নির্দেশই থাকে, তিনি আসার আগেই সভা শুরু করে দিতে হবে। বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের যুক্তি, “একই দিনে অনেকগুলো প্রোগ্রাম থাকে। সময় বাঁচাতে তাই আগেই অন্য নেতাদের বক্তৃতা শুরু করে দিতে বলি।” কিন্তু শনিবার নলহাটির কুশমোড় গ্রামে প্রচারে এসে অভিনব দৃশ্যই দেখলেন সাংসদ। সবে মঞ্চ বাঁধা হচ্ছে, সব মাইকও তখনও বসেনি। তাই সভা বাতিল করে পরের সভায় ছুটলেন শতাব্দী। নিন্দুকেরা অবশ্য বলছেন, সভায় লোক না হওয়াতেই নায়িকার এই গোসা!
|
বিমানের পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিবার্চনী সভা করে ইংরেজবাজার উপনিবার্চনের সিপিএম প্রার্থী কৌশিক মিশ্রকে নিয়ে মালদহ শহরে রবিবার পদযাত্রা করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। উন্নয়ন নিয়ে সরকারকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “উন্নয়ন কি নৈরাজ্যের রাজ্যে সম্ভব? উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়, যদি না শান্তি শৃঙ্খলা সেই রাজ্যে থাকে। এই সরকারের কোনও নীতি-নৈতিকতা নেই। নারী নিযার্তনের ঘটনা আকছার ঘটছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না সরকার।”
|
হঠাৎই দিদির ফোন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
মাইক্রোফোন হাতে নিয়েই জনতার কাছে ক্ষমা চেয়ে নিলেন মন্ত্রী মদন মিত্র। বলেন, “বৃহস্পতিবার শরীর ভালো ছিল না। রাত দু’টো নাগাদ দিদি ফোন করে বললেন, তুই কোথায়? রেজিনগর না বেলডাঙায়? আমি বলি, শরীর খারাপ। তাই বাড়িতে। দিদি বলেন, রেজিনগরের ভোট পর্ব মিটলে তোকে লম্বা ছুটি দেব। দিদির সে কথা শুনেই ছুটে এসেছি আপনাদের সামনে।” কথা শেষ হতেই শুরু হল করতালি। |