টুকরো খবর
অরক্ষিত সীমান্তে চোরাচালানে উদ্বেগ

প্রহরা সীমান্তরক্ষীদের। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়।
জঙ্গিপুরের পিরোজপুর এলাকার ৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় উদ্বেগ প্রকাশ করল বিএসএফ। রবিবার বিএসএফের ২০ নম্বর ব্যাটেলিয়নের কোম্পানি অফিসার অরবিন্দ ঘিরডিয়াল বলেন, “কাঁটাতারের বেড়া না থাকার সুযোগে চোরাকারবারীদের বাড়বাড়ন্ত চোখে পড়ছে। বিনা বাধায় গরু পাচার হচ্ছে ও দেশে। এ দেশে ঢুকছে জাল টাকা। এ সব আটকার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক বাহিনীও নেই।” সীমান্তের এই সব গ্রামে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা দারিদ্রই চোরাচালানের জন্য দায়ী বলে তিনি মনে করেন। অরক্ষিত সীমান্ত এলাকা সরেজমিনে ঘুরে অরবিন্দবাবু এ দিন সাংবাদিকদের জানান, খোলা সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশী দুষ্কৃতীরা অনায়াসেই এ দেশে ঢুকে লুটপাট চালাচ্ছে। গ্রামীণ অগম্য রাস্তায় বিএসএফ জুতসই পাহারাও দিতে পারছে না। বিএসএফের মালদহ ডিভিশনের ডিআইজি অমরজিৎ সিং বলেন, “দীর্ঘ সীমান্তে কাঁটাতারের বেড়ার কোনও বালাই নেই। শুধুমাত্র জলপথ। এই সুযোগে জাল নোট আসছে ভারতে। ন্যূনতম পরিষেবাও অমিল এই চর এলাকায়। তাই অনেকে বাধ্য হয়ে চোরাকারবারীদের দলে নাম লেখান। মাঝেমধ্যে বিএসএফ অবশ্য গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।” রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান বলেন, “স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফের সমন্বয় জরুরি। দরকার আরও বেশি বিএসএফ। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকাতেই চোরাচালানকারীদের এত দৌরাত্ম্য।” জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “সীমান্ত দিয়ে গরু পাচার হচ্ছে। পুলিশের তরফে ধরপাকড়ও চলছে। তবে সীমান্ত জুড়ে নদী পথে বিএসএফের পাহারা আরও জোরদার করা প্রয়োজন।”

যুবক ফেরার
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়াল পাড়ারই এক যুবকের। শনিবার থানারপাড়ার পিপুলখোলা গ্রামের বাসিন্দা সখিরন বিবি (২১) মারা যান। এই ঘটনায় বাপি মণ্ডলের নামে ধর্ষণের চেষ্টা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত যুবক অবশ্য পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার স্বামী কেরলে থাকেন। বৃহস্পতিবার রাতে তিনি দুই বছরের শিশু পুত্রকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন। সেই সময় প্রতিবেশি বাপি ঘরে ঢুকে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বৌমার চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসেন শাশুড়ি। চম্পট দেয় বাপি। পরদিন নিজের ঘরে ওই মহিলার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বহরমপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শনিবার সকালে সেখানেই মারা যান তিনি। মৃতার বাবা আবু মণ্ডল পুলিশের কাছে অভিযোগে জানান, বৃহস্পতিবারের ঘটনায় লজ্জায় ও ভয়ে আত্মহত্যা করেছে তাঁর মেয়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থগিত নির্বাচন
আদালতের নির্দেশে ১৯ ফেব্রুয়ারি আসাননগরের মদনমোহন তর্কালঙ্কার কলেজের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত হয়ে গেল। ৮ ফেব্রুয়ারি ছিল ওই কলেজে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের গা-জোয়ারিতে মনোনয়নপত্র জমা দিতে পারেনি এসএফআই। এই মর্মে তারা কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলাও দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত ১৩ মার্চ অবধি কলেজে সমস্ত প্রকার নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্নিগ্ধা চট্টোপাধ্যায় বলেন, “আদালতের নির্দেশ পেয়েছি। এ বিষয়ে আলোচনার জন্য কলেজের সাধারন সভার মিটিংও ডাকা হয়েছে।” এসএফআই-এর জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, “তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাসের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ-সহ আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম।” আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়ন্ত পালের সংক্ষিপ্ত মন্তব্য, “বিচারাধীন বিষয়ে কিছু বলব না।”

ছাত্র অপহরণে দোষী অধরা
স্কুল ফেরত তৃতীয় শ্রেণির ছাত্র আয়ন রহমান বৃহস্পতিবার অপহৃত হয় বলে অভিযোগ। ঘটনার তিন দিন বাদেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। স্রেফ কয়েকজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্কুল থেকে ফিরে আসেনি ডোমকলের নটিয়াল গ্রামের বছর নয়েকের আয়ন। ওই রাতেই তার বাবা আমিনুর রহমান জলঙ্গি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ, পরদিন, শুক্রবার ১৩ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে আমিনুরের মোবাইলে। পুলিশ সেই ফোনের সূত্র ধরে ডোমকলের পাররঘুনাথপুর গ্রাম থেকে সেলিম মণ্ডল ও আজব মণ্ডলকে আটক করেছে। ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের এস্রাফিল হক-কেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটকও করা হয়েছে।”

আত্মঘাতী মহিলা
চিকিৎসা করাতে আসা এক বাংলাদেশী মহিলা আত্মঘাতী হলেন। নাম সাহনাজ বেগম (৩১)। বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। পুলিশ জানায়, বৈধ উপায়েই ওই মহিলা এ দেশে তাঁর পূর্ব পরিচিত হাঁসখালির মুরাগাছার মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে ওঠেন। সেখানে থেকেই তিনি ডাক্তার দেখাচ্ছিলেন। শনিবার সকালে ঘরের ভিতর পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যক্ষারোগাক্রান্ত সাহনাজ মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।

অফিসে নোংরা
চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আবর্জনার স্তূপ। একটু দমকা হাওয়া দিতেই উড়ে আসছে প্লাস্টিকের চায়ের কাপ। বড়ঞা বিডিও অফিসে প্রবেশ করলেই এই দৃশ্যের দেখা মিলবে। বড়ঞার বিডিও বাদশা ঘোষাল বলেন, “সাফাইকর্মীর সংখ্যা কম। তবে একশো দিনের কাজের প্রকল্পের অধীনে ওই আবর্জনা পরিষ্কার করা হবে।”

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক চালকের। নাম শম্ভু চৌধুরী। বাড়ি বনগার শুকপুকুর এলাকায়। পুলিশ জানায়, রবিবার স্ত্রী ও তিন বছরের শিশুকে নিয়ে তেহট্টে যাচ্ছিলেন তিনি। সেই সময় চাপড়ার লক্ষ্মীপুরের কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর পিছন দিক থেকে আসা একটি লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দুই আরোহীর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ধৃত স্বামী-স্ত্রী
হেরোইন বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল চাপড়ার হাতিশালা এলাকার বাসিন্দা জুলু শেখ ও তার স্ত্রী সাবানা বিবি। দিন কয়েক আগে পুলিশ ওই এলাকা থেকে হেরোইন সহ তিন জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করতেই এই চক্রের সঙ্গে জুলু ও তার স্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে এলে শনিবার পুলিশ তাদের ধরে।

পুনর্মিলন উৎসব
রবিবার শিমুলিয়া কলেজ অব এডুকেশনের পঞ্চম পুর্নমিলন অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ দেবীপ্রসাদ নাগচৌধুরী। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেকেই নস্টালজিক হয়ে পড়েন।

ধৃত বাংলাদেশী
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পুলিশ এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা ওই যুবকের নাম রাহুল খান। শনিবার রাতে সালারের স্টেশন বাজার এলাকা থেকে পুলিশ তাকে ধরে। পুলিশ বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.