আইএফএ’র অভিনব উদ্যোগ। শিল্ডের জন্য হোসে ব্যারেটোকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার ভাবনা চিন্তা করছে আইএফএ। ভারতের কোনও ক্লাব টুর্নামেন্টে এ ধরনের উদ্যোগ এই প্রথমবার। এই বিষয়ে ব্যারেটোর সঙ্গে এক প্রস্থ কথাও হয়েছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বর্তমান ক্লাব ভবানীপুরের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে আইএফএ। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ব্যারেটোর নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। আশা করছি মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।”
|
আরও একটি টেস্ট সিরিজ জিতল আইসিসি-র বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে ৪ উইকেটে হারানোয় তৃতীয় তথা শেষ টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে ফেলল গ্রেম স্মিথের দল। তবে আগের জোহানেসবার্গ টেস্টের মতো সহজ হয়নি এ দিন দক্ষিণ আফ্রিকার জয়। জেতার জন্য ম্যাচের চতুর্থ ইনিংসে ১৮২ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা লক্ষ্যে পৌঁছনোর আগে ছয় উইকেট হারায়। আমলা (৫৮)-সহ পুরো বিশেষজ্ঞ ব্যাটিং লাইন আপ-ই আউট হয়ে গিয়েছিল। ফের পাক অফস্পিনার আজমল (৪-৫১) ভয়ঙ্কর হয়ে উঠেন। কিন্তু ম্যাচে দশ উইকেট নিয়েও সিরিজ হার বাঁচাতে পারেননি পাকিস্তানের। এর আগে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৯ রানে শেষ হয়ে যায়।
|
রবিবার যুবভারতীতে ব্যারেটোর অসাধারণ গোলে মহমেডানকে ১-০ হারাল ভবানীপুর। ম্যাচের শুরুতেই নিজের চেনা ছন্দে গোল করে ভবানীপুরকে এগিয়ে দেন ব্যারেটো। মধ্য তিরিশেও ব্রাজিলীয় স্ট্রাইকারের নিখুঁত সময়জ্ঞান আর ক্ষিপ্রতা দেখার পর বিপক্ষ দলের কোচ অলোক মুখোপাধ্যায়ও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বললেন, “মজিদ বাসকরের পর ব্যারেটোই আমার দেখা সেরা বিদেশি।” এই ম্যাচেও রেফারি নিয়ে একপ্রস্ত বিতর্ক হল। প্রথমার্ধে ভবানীপুরের দিব্যেন্দু দুয়ারির হাত দিয়ে ‘গোল’ করেন। সেই গোল বাতিল করলেও রেফারি লাল কার্ডের পরিবর্তে তাঁকে হলুদ কার্ড দেখান। এতেই ক্ষোভের আগুন মহমেডান শিবিরে। আজ শুরুতেই টোলগে-ওডাফা: কলকাতা লিগে সুপার নাইনের ম্যাচে আজ সাদার্ন সমিতির বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে আক্রমণে শুরু থেকেই টোলগে-ওডাফাকে নিয়ে ঝাঁপাতে চায় মোহনবাগান। মোহনবাগানের কোচ করিম বেঞ্চারিফা মোটেও হাল্কা ভাবে নিচ্ছেন না সাবির আলির দল সাদার্নকে। এ দিন অনুশীলনের পরে মোহন কোচ বলেন, “যত বেশি সম্ভব গোল করে রাখতে হবে। না হলে ম্যাচের শেষের দিকে মানসিক চাপ বাড়ে ফুটবলারদের।” দু’ম্যাচে মোহনবাগানের পয়েন্ট চার। প্রতিপক্ষ সাদার্নের চার ম্যাচে তিন। শনিবারই ইস্টবেঙ্গলের কাছে হেরেছে চার গোলে। তা সত্ত্বেও করিম সমীহ করছেন মার্কোসদের।
|
ব্যারাকপুর স্টেডিয়ামে সন্তোষ বাগচি স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন হল শ্যামনগর তরুণ সংঘ। ফাইনালে হারায় আন্দুল স্পোর্টিংকে। ছিলেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ, এআইএফএফ সহ-সভাপতি সুব্রত দত্ত।
|
শুক্রবারে কলকাতা লিগ
মোহনবাগান-সাদার্ন সমিতি (যুবভারতী, ২-০০)। |