প্লাস্টিক বারণ
নিজস্ব সংবাদদাতা • বারিপদা |
সিমলিপাল জাতীয় উদ্যানের ভিতরে পলিথিনের ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ করল বন দফতর। পরিবেশ দূষণ ঠেকাতেই ময়ূরভঞ্জ জেলার জাতীয় উদ্যানটিতে এই পদক্ষেপ করা হয়।
|
যুগলে |
|
বৃষ্টিভিজে গুটিসুটি। রবিবার। ছবি: দেশকল্যাণ চৌধুরী |
|
বন্যপ্রাণী ভিন দেশে পাচারের ঘটনায় উদ্বিগ্ন বন মন্ত্রী। শনিবার সন্ধ্যায় পুলিশ ভুটান সীমান্তের জয়গাঁয় এক তক্ষক উদ্ধার করে ৫ জনকে ধরে। রবিবার তাদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠানো হয়। রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “জঙ্গল থেকে এভাবে বন্যপ্রাণী পাচারের ঘটনা কী ভাবে ঘটছে তা খোঁজ নিয়ে দেখব। বিষয়টি নিয়ে বনকর্তাদের সাথে আলোচনা করে জঙ্গলে বন্যপ্রাণীর নিরাপত্তায় কড়া নজরদারি চালানো হবে।”
|
|
বন-চুরি। জলপাইগুড়ি বন দফতরের অন্তর্গত হিলাঝোরায়
এলাকায় দীপঙ্কর ঘটকের তোলা ছবি। |
|