মার্চ শেষেই সেলের শেয়ার বেচবে কেন্দ্র
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী মার্চের শেষেই রাষ্ট্রায়ত্ত সেল-এর শেয়ার বিক্রি করে ২,৭০০-৩,৫০০ কোটি টাকা তুলতে চায় কেন্দ্র। এ জন্য ফেব্রুয়ারির শেষে সিঙ্গাপুর, হংকং-সহ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে রোড শো করতে চায় তারা। সরকারি সূত্রে খবর, বেচা হতে পারে সংস্থার ১০.৮২% শেয়ার।
|
শিল্পের মতো ব্যবসার জন্যও পৃথক দফতরের দাবি তুলল কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন। রবিবার তাদের এক সভায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ও তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সামনে সংগঠনের প্রেসিডেন্ট ফিরোজ আলি কেন্দ্র ও রাজ্য স্তরে ব্যবসার জন্য পৃথক দফতর দাবি করেন। যাতে ব্যবসায়ীদের সমস্যা আলাদা করে সরকারের কাছে তুলে ধরা সহজ হয়। |