বসিরহাটে শেষ হল নাট্যমেলা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি ‘নাট্যমেলা ২০১৩’ অনুষ্ঠিত হল বসিরহাটের ভ্যাবলা কালিবাড়ি এলাকায়। আয়োজক ছিল বসিরহাট ‘কিংশুক’। ভ্যাবলা বিবেকানন্দ ব্যায়াম সমিতির সহযোগিতায় নাট্যমেলার উদ্বেধন করেন প্রখ্যাত নাট্যকার নটরাজ দাশ। প্রথম দিন মঞ্চস্থ হয় ফিনিক কাঁচরাপাড়া প্রয়োজিত ‘আলোর ঠিকানা’ এবং কালপুরুষ আগরপাড়া প্রয়োজিত ‘প্রাণের মানুষ’। দ্বিতীয় দিনে গোবরডাঙার কথা প্রসঙ্গ প্রযোজনায় মঞ্চস্থ হয় ‘ভুশণ্ডির মাঠে’ এবং দত্তপুকুরের দৃষ্টি নাট্য সংস্থার ‘মৎস্য মুখ’। শেষ দিন মঞ্চস্থ হয় বসিরহাট কিংশুক প্রযোজিত ‘ইচ্ছেপূরণ’ এবং বারাসত কল্পিক প্রযোজিত ‘ছেলেটা’।
|
যাত্রা উৎসব
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি যাত্রা উৎসব হয়ে গেল বসিরহাটের স্বরূপনগর থানা সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক বীণা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী, স্বরূপনগর থানার ওসি রাজর্ষি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ডাকবাংলো যুবযাত্রা মঞ্চস্থ করে ‘কাঁদছে স্বাধীনতা, হাসছে জননেতা’। হাকিমপুর সীমান্ত যাত্রা মঞ্চস্থ করে ‘সাত পাকের সিঁদুর’ এবং ‘মায়ের কোলে মাটির ভগবান’ মঞ্চস্থ করে হঠাৎগঞ্জ উদয়ন। উৎসবে প্রথম স্থান পায় হঠাৎগঞ্জ উদয়ন-এর ‘মায়ের কোলে মাটির ভগবান’। |