‘মুক্তধারা’র ছোঁয়া মথুরাপুরে।
সম্প্রতি তৈরি হওয়া বাংলা চলচ্চিত্র ‘মুক্তধারা’য় সাজাপ্রাপ্ত আসামীরা মঞ্চস্থ করেছিলেন নৃত্যনাট্য। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের যাদবপুর গ্রামে শনিবার আলিপুর মহিলা ও পুরুষ সংশোধনাগারের ২১ জন পুরুষ ও ৪ জন মহিলা বন্দি মঞ্চস্থ করলেন যাত্রা ‘মা মাটি মানুষ’। এ ব্যাপারে উদ্যোগী হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
নায়কের ভূমিকায় অভিনয় করলেন খুনের ঘটনায় সাত বছর সাজাপ্রাপ্ত বর্ধমানের আউসগ্রামের যুবক উজ্জ্বল চক্রবর্তী। |
মথুরাপুরে কারাবন্দিদের অভিনীত যাত্রানুষ্ঠান।—নিজস্ব চিত্র। |
নায়িকার ভূমিকায় ছিলেন খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নদিয়ার রানাঘাটের সুজাতা সরকার। এমন শিল্পীদের অভিনয় দেখতে উপস্থিত ছিলেন জেলা কারা দফতরের কর্মী এবং এই যাত্রার নির্দেশক অরুণ তপন গঙ্গোপাধ্যায়। অরুণবাবু জানালেন, ‘‘সংশোধনাগারে এমন অনেকেই রয়েছেন যাঁরা আগে নাট্য জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের একত্রিত করে কারা দফতরের অনুমতি নিয়ে এই যাত্রাদলটি তৈরি করা হয়েছে।
সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসে নিজেদের অভিনয়সত্তাকে এ ভাবে তুলে ধরতে পেরে কেমন লাগছে?
বন্দি জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেয়ে দৃশ্যতই ক্ষণিকের হলেও মুক্তির আনন্দের ছটা শিল্পীদের চোখেমুখে। তবে শুধু মুক্তির ক্ষণিকের আনন্দই নয়, তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, অভিনয় করে উপার্জন করা টাকা তাঁরা জমা রাখেন সংশোধনাগারের আবাসিকদের সঞ্চয় প্রকল্পে। যাত্রা দেখতে এসেছিলেন কয়েক হাজার মানুষ। ‘বিশেষ’ এই যাত্রানুষ্ঠান নিয়ে পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে। ছিল কড়া প্রহরা। উদ্যোক্তাদের তরফে যিশু মুখোপাধ্যায় জানান, যাত্রাপালা ছাড়াও শুক্রবার থেকে শুরু হওয়া তিনদিনের এই অনুষ্ঠানে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়। ছিল মহিলাদের কবাডি প্রতিযোগিতা। |