ব্যস্ত মুখ্যমন্ত্রী, আসছেন না শিন্দে
ম্ভাবনা তৈরি হলেও আপাতত তাঁদের দেখা হচ্ছে না। কথা ছিল, আগামী মঙ্গলবার, ১৯ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একসঙ্গে সুন্দরবন যাবেন। কিন্তু কর্মসূচি পাল্টে গিয়েছে। এবং শিন্দের নতুন কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুন্দরবন-সফরের প্রসঙ্গ নেই। এমনকী মুখ্যমন্ত্রী সময় দিতে না পারায়, এই দফায় কলকাতাতেই আসছেন না শিন্দে।
গার্ডেনরিচ-কাণ্ডের পরপর রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রীতিকর প্রশ্ন এড়াতেই কী শিন্দেকে এড়িয়ে গেলেন মমতা? রাজনীতির কারবারিদের মধ্যে এই জল্পনা শুরু হলেও শিন্দে নিজে অবশ্য এমন কথা বলছেন না। শনিবার এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, “এমন কোনও বিষয় নয়। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি কথা হয়েছে। আমি মঙ্গলবারের বদলে অন্য এক দিন কলকাতায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর আবার তখন সময় হচ্ছে না।” কেন্দ্র ও রাজ্য সরকার সূত্রের খবর, নাগাল্যান্ডে ভোটের প্রচার শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় আসার কথা ছিল মঙ্গলবার। এ রাজ্যে উপকূল নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্যই শিন্দের ওই সফরসূচি স্থির করা হয়। এরই অঙ্গ হিসাবে উপকূলবর্তী কোনও একটি জেলায় যাওয়ার কথা রাজ্যকে জানায় স্বরাষ্ট্র মন্ত্রক। তখনই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহী। সেই মতো ঠিক হয়, ওই দিন সুন্দরবনে কোনও একটি প্রকল্প দেখতে যাবেন দু’জনে। ভাঙড়ে একটি সরকারি অনুষ্ঠান থেকেও সে কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিশেষ কাজে শিন্দেকে মঙ্গলবার রাতেই দিল্লি ফিরতে হবে। তাই ১৯ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসতে পারছেন না বলে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়।
মহাকরণের খবর, বিকল্প কর্মসূচি হিসাবে তার আগে, রবি বা সোমবার (১৭ বা ১৮ তারিখ) কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রস্তাব দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু পূর্ব-নির্ধারিত কর্মসূচি থাকায় মমতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন না বলে দিল্লিকে জানিয়ে দেয় মুখ্যমন্ত্রীর অফিস। মহাকরণের খবর, আজ, রবিবার সরকারি ছুটির দিন। এ দিন মুখ্যমন্ত্রীর তেমন কোনও সরকারি কর্মসূচি নেই। তবে সোমবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় একটি সরকারি কর্মসূচিতে যাবেন মমতা। ফলে দু’জনের মধ্যে সাক্ষাতের কর্মসূচি বাতিল হয়েছে ।
গার্ডেনরিচের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম এবং কংগ্রেস। এফআইআরে এই অভিযোগও রয়েছে যে, তৃণমূলের এক বরো চেয়ারম্যান এর সঙ্গে সরাসরি যুক্ত। মুখ্যমন্ত্রীর এক ঘনিষ্ঠ মন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গার্ডেনরিচ-কাণ্ডে রাজ্যপাল কড়া সমালোচনা করেছেন সরকারের। যার প্রতিবাদে খোদ রাষ্ট্রপতির কাছেও রাজ্যপাল সম্পর্কে ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই রকম পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলে তিনিও রাজ্যপালের সুরে গার্ডেনরিচের ঘটনা বা আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বসতে পারেন। এই নিয়ে রাজনীতির কারবারিদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল। বিশেষ করে, ক’দিন আগেই যেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শিন্দেকে সতর্ক করে দিয়েছেন যে, কলকাতায় গিয়ে তিনি যেন মমতা বা তাঁর সরকারের প্রশংসা না করেন। কারণ, ত্রিপুরার ভোটে সরাসরি লড়লেও, লোকসভা ভোট-পরবর্তী পরিস্থিতিতে বামেদের জন্যও দরজা খুলে রাখতে চায় কংগ্রেস।
মমতার অন্য ব্যস্ততার কারণে অবশ্য শেষ পর্যন্ত তাঁর সঙ্গে দেখাই হচ্ছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এটাকে এড়িয়ে যাওয়া না বলে শিন্দে জানিয়ে দিয়েছেন, এ বার না যেতে পারলেও আগামী ১০-১৫ দিনের মধ্যে তিনি কলকাতায় যাবেন। সেখানে তিনি ও মুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে যোগ দেবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.