|
|
|
|
শেষ চিঠি, কাণ্ডাকেই দুষলেন গীতিকার মা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
গীতিকা শর্মার মা অনুরাধার মৃত্যুর এক দিন পর, শনিবার পাওয়া সুইসাইড নোটে ফের অভিযুক্ত হলেন গোপাল কাণ্ডা ও অরুণা চাড্ডা। মাস ছ’য়েক আগে দিল্লির অশোক বিহারের বাড়িতেই আত্মঘাতী হন অনুরাধার মেয়ে গীতিকা শর্মা। গীতিকা সুইসাইড নোটে কাণ্ডা ও চাড্ডার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছিলেন।
পুলিশ জানায়, অনুরাধাদেবী তাঁর সুইসাইড নোটটি ছেলে অঙ্কিতকে উদ্দেশ করে লিখেছেন। চিঠি থেকে জানা গিয়েছে, গীতিকার মৃত্যুর পর সাংঘাতিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃত্যুর কারণ হিসেবে তিনি লিখেছেন, গীতিকার মৃত্যুর পরও তাঁর পরিবারকে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে। চিঠিটিতে অনুরাধা তাঁর ছেলে অঙ্কিতকে আরও শক্ত হতে বলেছেন।
অঙ্কিত জানান, মায়ের সঙ্গে শুক্রবার দুপুরে বাইরে খাওয়ার কথা ছিল তাঁর। সে কারণে মা’কে অফিসে আসতেও অনুরোধ করেন অঙ্কিত। কিন্তু অনুরাধা রাজি হননি। বিকেলে শোয়ার ঘরে অনুরাধার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁদের এক আত্মীয়া। তিনিই অঙ্কিতকে ফোন করে জানান।
গোপাল কাণ্ডার এমডিআর এয়্যারলাইন্সের বিমানসেবিকা ছিলেন গীতিকা। বছর তেইশের এই তরুণী আত্মঘাতী হন গত বছর অগস্ট মাসে। গীতিকার মৃত্যুর দু-সপ্তাহের মাথায় গ্রেফতার হন কাণ্ডা ও চাড্ডা। পুলিশি তদন্তে জানা যায়, গীতিকা এক বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন। গর্ভপাত করাতে গীতিকাকে একটি নার্সিহোমে নিয়ে গিয়েছিলেন অরুণা চাড্ডা নিজেই। এর পর থেকেই গীতিকাকে ফোনে ক্রমাগত হুমকি দিতে থাকেন তাঁরা। |
|
|
|
|
|