টুকরো খবর
কার্ফু উঠল কাশ্মীরে
আফজল গুরুর ফাঁসির প্রায় সাত দিন পর কার্ফু উঠল কাশ্মীরে। শুক্রবার রাত থেকেই ফের চালু হয়েছে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা। ফলে স্বস্তিতে রাজ্যের প্রায় পাঁচ লক্ষ গ্রাহক। গত সাত দিন উধাও থাকার পরে খবরের চ্যানেলগুলিও ফিরে এসেছে টিভি-তে। আজ কাশ্মীর পুলিশের মুখপাত্র জানান, গত কাল থেকেই বেশ কিছু এলাকায় কার্ফু শিথিল করা হয়েছিল। আজ রাজ্যের দশটি জেলা থেকেই কার্ফু তুলে নেওয়া হয়েছে। তবে শহরের থমথমে ভাবটা যেন এখনও কাটেনি। গত কালই সৈয়দ আলি শাহ গিলানির নেতৃত্বে কট্টরপন্থী হুরিয়ত উপত্যকায় দু’দিন ব্যাপী বন্ধের ডাক দিয়েছিল। তাদের দাবি, আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এবং তাঁর দেহ পরিবারকে দিতে হবে। সেই ডাকে সাড়া দিতেই আজ কার্যত সুনসান ছিল উপত্যকার ছোট-বড় শহরের অলিগলি। বন্ধই ছিল অধিকাংশ দোকানপাট। রাস্তায় গাড়িঘোরাও ছিল হাতেগোনা।

সূর্যনেল্লি কাণ্ডের অভিযুক্ত আদালতে
সূর্যনেল্লি গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ধর্মরাজনকে আদালতে তোলা হল শনিবার। কোর্টের নির্দেশেই এ দিন থেকে তাঁকে তিরুঅনন্তপুরমের কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হবে বলেই জানিয়েছে পুলিশ। প্রায় আট বছর ধরে ফেরার ধর্মরাজনকে শুক্রবার, কর্নাটকের সাগর থেকে গ্রেফতার করে কেরল পুলিশের একটি বিশেষ দল। গ্রেফতার হওয়ার তিন দিন আগে ধর্মরাজন কেরলের টিভি চ্যানেলে দাবি করেন, ওই গণধর্ষণ কাণ্ডে রাজ্যসভার ডেপুটি চেয়্যারম্যান পি.জে কুরিয়েনও জড়িত।ধর্মরাজনের এই মন্তব্যের পর কুরিয়েনের রাজনৈতিক ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়। কুরিয়েনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

উদ্ধার এক কোটি
নাগাল্যান্ড নির্বাচনের প্রাক্কালে এক প্রার্থীর হেফাজত থেকে উদ্ধার হল এক কোটি টাকা। অভিযোগ, নাগাল্যান্ড পিপলস পার্টি (এনপিএফ)-র ওই নেতা, নিমলি ফোম, ভাড়া করা একটি হেলিকপ্টারে বিপুল পরিমাণ ওই অর্থ নিয়ে যাচ্ছিলেন। নির্বাচন কমিশনের খোঁজ তল্লাশিতে সন্ধান মেলে ওই অর্থের। কী ভাবে তাঁর হেফাজতে এত টাকা এল তা জানতে রাজ্য পুলিশের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন। আয়কর বিভাগেও যোগাযোগ করা হয়েছে।

সুপ্রিম কোর্টে বীরাপ্পনের চার সঙ্গী
ফাঁসির আদেশের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে আপিল জানাল ১৯৯৩ সালের ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় জড়িত বীরাপ্পনের চার সঙ্গী। গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাদের ফাঁসির আদেশ মকুবের আবেদন খারিজ করে দিয়েছিলেন। সূত্রের খবর, রবিবার তাদের ফাঁসি হওয়ার কথা। শেষ মুহূর্তে অভিযুক্তদের এই পদক্ষেপে ফের থমকাল বিস্ফোরণ মামলার বিচার।

নামধারীকে চার্জশিট
পন্টি চাড্ডার আততায়ীর বিরুদ্ধে দিল্লি পুলিশ চার্জশিট দিল। সম্পত্তি নিয়ে বিবাদে গত বছর ১৭ নভেম্বর ছত্তরপুরের খামার বাড়িতে পন্টি চাড্ডা ও তাঁর ভাইয়ের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। গ্রেফতারের ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। সেই সময়সীমা লঙ্ঘন না করেই নামধারীকে চার্জশিট দেওয়া হল।

ধর্ষণ যুবতীকে
বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ১৯ বছরের যুবতীকে ধর্ষণ করল এক যুবক। পুলিশ জানিয়েছে, ভাস্কররাও খেদকর নামে ওই যুবক গত বছর ডিসেম্বরে এবং এ বছর জানুয়ারিতে মেয়েটিকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনার ভিডিও করে তার বন্ধু ও আত্মীয়দের তা দেখায়। শুক্রবার ভাস্কররাওকে গ্রেফতার করা হয়েছে।

মৃত্যুর পঞ্চম কারণ
মৃত্যুর পঞ্চম কারণটি হল বায়ুদূষণ। সেন্টার ফর সায়েন্স অ্যন্ড এনভায়রমেন্টের সমীক্ষা তো সেই কথাই বলছে। চিনের মতোই ভারতেও বায়ুদূষণ থেকে ঘটতে পারে মৃত্যুও। সমীক্ষা জানাচ্ছে, ইতিমধ্যেই ৬ লক্ষ ২০ হাজার মৃত্যু হয়েছে।

ধর্ষক মামা
গত এক মাস ধরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করল পাঁচ জন। ওই পাঁচ জনের মধ্যে এক জন তার মামা। স্কুল যাওয়ার পথে মেয়েটি পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায় ওই পাঁচ ব্যক্তির নামে। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবা মা মেয়েটির দায়িত্বভার দিয়েছিলেন মামাকে। সেই সুযোগেই মেয়েটির মামা এই কাণ্ড ঘটায়। পাঁচ জলকে গ্রেফতার করা হয়েছে।

গেলেন না সনিয়া
আবহাওয়া ভাল না থাকার জন্য সনিয়া গাঁধী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারলেন না। এ কথা জানিয়েছেন, ওই বিশ্ববিদ্যালয়ের উপচার্য। শনিবার সংবর্ধনা অনুষ্ঠানটি হওয়ার কথা।

খুন ব্যবসায়ী
ছ’জন সশস্ত্র ডাকাতকে ডাকাতি করতে বাধা দেওয়ায় ডাকাতদের গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ ডাকাতির উদ্দেশ্যে আসফাকের বাড়িতে ঢোকে। বাড়ির লোকেদের একটি ঘরে বন্ধ করে দেয়। তার পর দশ লক্ষ টাকার গয়না এবং দু’লক্ষ নগদ টাকা ডাকাতি করে। ডাকাতদের বাধা দিতে গেলে খুন হন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.