তাপস-স্মরণে আজ পুলিশ
মুখ্যমন্ত্রীর প্যাকেজে কী নতুন, প্রশ্ন সহকর্মীদের
গার্ডেনরিচে নিহত পুলিশ অফিসার তাপস চৌধুরীর পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই প্যাকেজের পুরোটা তাঁরই বিশেষ ব্যবস্থা। কিন্তু সরকারি কর্তাদের একাংশের বক্তব্য, মমতা যা ঘোষণা করেছেন, তার সিংহভাগই এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণের প্রচলিত সরকারি প্যাকেজ। এখানে মমতার নিজস্ব অবদান সামান্যই।
সরকারি কর্তাদের দাবি, সরকারি নিয়মে যে ক্ষতিপূরণ প্যাকেজ হয়, মমতা মূলত সেটাই ঘোষণা করেছেন। যেমন, বিমার টাকা, যেমন নিয়মমাফিক সরকারি ক্ষতিপূরণ ৫ লক্ষ টাকা, যেমন তাপসবাবুর নিয়মিত বেতনের টাকা এবং মেয়েকে চাকরি। এক কর্তার কথায়, ২০১০ সালে পশ্চিম মেদিনীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হানায় নিহত জওয়ানদের জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও একই প্যাকেজ ঘোষণা করেছিলেন। মাওবাদী হানায় নিহত সারেঙ্গার আইসি রবিলোচন মিত্রের পরিবারকেও একই প্যাকেজ দেওয়া হয়েছিল।
এর পাশাপাশি তাপসবাবুর বৃদ্ধা মা ও বোনের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন মমতা। সরকারি কর্তারা বলছেন, পরিস্থিতি বিচার করে এমন অনুদানের ঘোষণাও নতুন নয়। তবে কত টাকা দেওয়া হবে, এ ক্ষেত্রে তার কোনও বাঁধাধরা নিয়ম নেই। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই মোতাবেকই মমতা ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
পুলিশ কর্তাদের বক্তব্য, যে ভাবে তাপসবাবুকে বেঘোরে প্রাণ দিতে হয়েছে, কোনও আর্থিক ক্ষতিপূরণই তা পুষিয়ে দিতে পারে না। কিন্তু ঘটনার আড়াই দিন পরে নিহত কর্মীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে খয়রাতির ঢঙে আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন, তাতে অনেকেই ক্ষুব্ধ। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী তো নিজের থেকে কিছু দেননি। তাপসবাবুর যা প্রাপ্য ছিল, তাই পেয়েছেন।
মমতা ঘোষণা করেন, তাপসবাবুকে বিমা কোম্পানি থেকে ১৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁর সহকর্মীরা জানান, বিমার টাকা দেবে সংশ্লিষ্ট কোম্পানি। তা হলে এটি মুখ্যমন্ত্রীর অনুদান হল কী ভাবে? মুখ্যমন্ত্রী সরকারের তরফে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। নিহত পুলিশ কর্মীর সহকর্মীদের বক্তব্য, এর মধ্যেও তাঁর বিশেষ কোনও অবদান নেই। তাপসবাবুর পরিবারের এটা প্রাপ্যই ছিল। কর্তব্যরত অবস্থায় মারা গেলে সরকার এখন নিহত পুলিশ কর্মীদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণই দিয়ে থাকে। মাওবাদী এলাকায় কর্মরত জওয়ানদের জন্য সিকিউরিটি রিলেটেড এক্সপেন্ডিচার (এসআরই) স্কিমে যে ক্ষতিপূরণ ধার্য রয়েছে, তা-ই অন্য ক্ষেত্রেও অনুসরণ করা হয়ে থাকে। তাপসবাবুর ক্ষেত্রেও তাই-ই হয়েছে।
স্বরাষ্ট্র দফতরের এক কর্তা জানান, বছর তিনেক আগে মাওবাদীরা বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার আইসি রবিলোচন মিত্রকে খুন করেছিল। সে সময় তৎকালীন বামফ্রন্ট সরকার তাঁর পরিবারের জন্য চাকরির মেয়াদ থাকা অবধি পুরো বেতন (পরে তা পেনশনে রূপান্তরিত হবে), বিশেষ আর্থিক প্যাকেজ, একমাত্র ছেলের পড়াশোনা এবং চাকরির ব্যবস্থা করেছিল। শিলদায় ইএফআর ক্যাম্পে নিহতদেরও একই প্যাকেজ দেওয়া হয়েছিল।
এই উদাহরণগুলো মাথায় রেখেই পুলিশ মহল প্রশ্ন তুলছে, তাপসবাবুর মা ও বোনের জন্য ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা দিয়েই গোটা প্যাকেজটার কৃতিত্ব মমতা দাবি করছেন কী করে। বরং স্পেশ্যাল ব্রাঞ্চের তরফে নিহত ওই পুলিশ কর্মীর জন্য তাঁর সহকর্মীরা এক দিনের বেতন দেওয়ার অঙ্গীকার করেছেন ইতিমধ্যেই। সরকারি কর্তারা বলেছেন, তাপসবাবুর পরিবারের পিছনে দাঁড়ানোর ব্যাপারে সহকর্মীদের এই উদ্যোগই প্রশংসার দাবি রাখে। কেবল স্পেশ্যাল ব্রাঞ্চ নয়, কলকাতা পুলিশের অন্যান্য শাখা থেকেও বহু সহকর্মী তাপসবাবুর পরিবারের জন্য এক দিনের বেতন দেওয়ার উদ্যোগে সামিল হতে চাইছেন। এ ভাবে প্রায় ১৫ লক্ষ টাকা উঠবে বলে আশা তাঁদের। সদ্য প্রাক্তন হওয়া পুলিশ কমিশনারও তাপসবাবুর বাড়িতে গিয়ে দু’লক্ষ টাকা দিয়ে এসেছিলেন। তা দেওয়া হয় কলকাতা পুলিশের কল্যাণ তহবিল থেকে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে নিহত তাপস চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে আজ, রবিবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে জড়ো হওয়ার জন্য ডাক দিয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তনীরা। কলকাতা পুলিশের প্রাক্তন এসি গদাইচাঁদ দে-র ফেসবুকের মাধ্যমে এই আবেদনে ইতিমধ্যেই পুলিশ মহলে যথেষ্ট সাড়া মিলেছে। কলকাতা পুলিশের এই অফিসারই এক সময় লালু আলমের আক্রমণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচিয়েছিলেন। গদাইবাবু জানান, কোনও প্রতিবাদ নয়, স্রেফ শ্রদ্ধা জানাতেই আমরা একত্রিত হব। মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যা ৬ থেকে ৮টা পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেট্রো চ্যানেলের ওই জমায়েতে বহু পুলিশকর্মী উপস্থিত হবেন। অনেকেই মনে করছেন, উপস্থিতির হারই বুঝিয়ে দেবে সরকারের প্রতি পুলিশ কর্মীদের ক্ষোভ কতটা। আর এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অনিল জানাও তাপসবাবুর পরিবারের প্রতি সহানুভূতিশীল হয়ে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.