ছেলের হাত ধরে চেপে বসেছিলেন স্বপ্নের উড়ানে। ভাবতেও পারেননি সেই অভিজ্ঞতা দুঃস্বপ্নের মতো তাড়া করে ফিরবে। ব্যাঙ্কক থেকে হংকং যেতে এমিরেটস্-এর এয়ারবাস এ৩৮০-র টিকিট কাটার লোভ সামলাতে পারেননি ব্রিটিশ পর্যটক ডেভিড রিড। একে অত্যাধুনিক বিলাসবহুল তায় আবার সদ্য নতুন। দামও আকাশ ছোঁয়া প্রায় ২৫০০ লক্ষ পাউন্ড। ছেলে লিউইস আর নিজের জন্য সোমবারের দু’টো বিজনেস ক্লাসের টিকিট কেনেন রিড।
প্রায় দু’ঘণ্টা কেটে গিয়েছিল নিশ্চিন্তে। হঠাৎই কান ঝালাপালা করে দেওয়া আওয়াজ। প্রথমে ভেবেছিলেন বোমা ফেটেছে বুঝি। ডেভিডের কথায়, “ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে চোখেমুখে লাগতেই ভুলটা ভাঙল।” বিজনেস ক্লাসের আপৎকালীন দরজার দিকে তাকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল বিমান সেবিকার মুখ, জানিয়েছেন তিনি। কোন দিকে না তাকিয়ে ইন্টারকম হাতে নিয়েই তিনি চিৎকার করতে থাকেন, দরজা খুলে যাচ্ছে! দরজা খুলে যাচ্ছে!
অবাক হওয়ার পর্ব শুরু সেই, জানিয়েছেন রিড। বিমান সেবিকার কথা শুনে যাত্রীদের কেউ কেউ কাঁদতে শুরু করেন। কেউ আবার আতঙ্কে জুড়ে দেন চিৎকার। ওই মহিলা এ সব না দেখে ততক্ষণে নিজের চেয়ারটা টেনে আশ্রয় নিয়েছেন তার তলায়। অন্য বিমানকর্মীরা ছোটাছুটি শুরু করলে যাত্রীরা দেখতে পান, ফুটো হয়ে গিয়েছে আপৎকালীন দরজার গায়ে। সেখান দিয়েই ঝড়ের বেগে ঢুকছে ঠান্ডা হাওয়া। ডেভিড রিডের দাবি, প্রায় ২৭০০০ ফুট উঁচু দিয়ে তখন যাচ্ছিলেন তাঁরা।
তবে কি জরুরি ভিত্তিতে কোথাও নামা হবে, যাত্রীদের ভয়ার্ত চোখমুখে যখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, হাওয়ার পথ বন্ধ করতে তার উপর একগাদা কম্বল জড়ো করতে থাকেন বিমানের কর্মীরা। রিডের ব্যক্তিগত বিমান চালানোর লাইসেন্স ছিল। তাঁর কথায়, এই অবস্থার মোকাবিলা করতে হলে যে উপায়ের কথা ভাবাও উচিত নয়, ঠিক সেই পথটাই বেছে নেন কর্মীরা। তাই ফল যা হওয়ার তা-ই হল। যাত্রাপথের বাকি সময়টা হাড় হিম করা ঠান্ডা হাওয়া আর কান ফাটানো শব্দ সঙ্গী হল তাঁদের। আওয়াজের চোটে এমনকী পাশের জনের কথাও শোনা যাচ্ছিল না, জানিয়েছেন তিনি। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বলেও ডেভিডের অভিযোগ।
মাঝ আকাশের এই বিপত্তি নিয়ে তাঁরা অভিযোগ জানিয়েছেন বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থার কাছে।
যদিও বিমান সংস্থাটি এই অভিযোগ মানতে নারাজ। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, ওই বিমানে আওয়াজ হচ্ছিল, এটা ঠিক। কিন্তু এতে নিরাপত্তার বিন্দুমাত্র ত্রুটি হয়নি। আর এই এয়ারবাস এমন ভাবে তৈরি যাতে দরজা বাইরের দিকে খোলেই না। তাই এই সমস্যা হওয়া অসম্ভব। |