পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৬৩, আহত ২০০
নিজস্ব প্রতিবেদন |
পাকিস্তানের কোয়েটা শহরে বিস্ফোরণে মহিলা ও শিশু-সহ ৬৩ জন নিহত হয়েছেন। আজ বালুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার শিয়াপ্রধান হাজারা টাউনের কিরানি রোডে এই ঘটনা হয়েছে। সম্প্রতি পাকিস্তানে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের উপরে বেশ কয়েকটি হামলা হয়েছে। পুলিশ-কর্তা ওয়াজির খান নাসির জানান, বাজারে একটি গাড়িতে বিস্ফোরক রেখেছিল সন্দেহভাজন জঙ্গিরা। পরে রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ধাক্কায় ভেঙে পড়ে কিছু বাড়ি। পুলিশের ধারণা, অন্তত ১০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। বোলান মেডিক্যাল কমপ্লেক্স ও আরও দু’টি হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহত অন্তত ৬৩ । আহতের সংখ্যা প্রায় ২০০। বিস্ফোরণের পরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। শূন্যে গুলি ছোড়েন অনেকে। পরে রাস্তা অবরোধও করা হয়। পুলিশ ও উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়া হয়।
|
কাবুলে বিস্ফোরণ
সংবাদসংস্থা • কাবুল |
আফগান গোয়েন্দা সংস্থার সদর দফতরের সামনে একটি আত্মঘাতী জঙ্গি গোষ্ঠীর গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন দু’জন নিরাপত্তারক্ষী। বেশ কিছু সাধারণ মানুষও আহত হয়েছেন। গোয়েন্দা সংস্থাটির অফিসের পাশেই অনেকগুলি সরকারি অফিস এবং এবং বেশ কয়েকটি পশ্চিমী রাষ্ট্রের দূতাবাস। তালিবান গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। অভ্যন্তরীণ মন্ত্রী সাদির সিদ্দিকি জানিয়েছেন, এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জঙ্গির। বাকি চার জন জঙ্গি নিহত হয়েছে পুলিশের গুলিতে। বিস্ফোরক সহ আরও একটি গাড়ি কাছেই ছিল। পরে নিষ্ক্রিয় করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ঘটার পর পরই স্থানীয় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।
|
আংটি নিলামে
সংবাদসংস্থা • প্যারিস |
আগামী মাসে প্যারিসে নিলামে উঠবে নেপোলিয়নের প্রথম বিয়ের আংটি। সোনায় মোড়া ওই আংটিতে রয়েছে একটি হিরে ও একটি নীলা। নেপোলিয়ন ১৭৯৬ সালে ওই আংটি তাঁর প্রথম স্ত্রী জোসেফাইনকে দিয়েছিলেন। প্রায় ১৬ হাজার ডলার দাম উঠতে পারে ওই আংটির বলে মনে করা হচ্ছে। |