সিআইডি-র বোঝা |
|
সাল |
মামলা |
তদন্ত শেষ |
বকেয়া |
২০০৯ |
৮৪ |
২৮ |
৫৬ |
২০১০ |
৮৭ |
২৭ |
৬০ |
২০১১ |
৯৩ |
২২ |
৭১ |
|
দামি মামলা |
নভেম্বর ২০১২ |
তেহট্টে পুলিশের গুলিতে মৃত্যু |
ফেব্রুয়ারি ২০১২ |
কঙ্কাল-কাণ্ড |
ডিসেম্বর ২০১১ |
মগরাহাটে পুলিশের গুলিতে মৃত্যু |
অক্টোবর ২০১১ |
বগুলায় পুলিশের গুলিতে মৃত্যু |
ফেব্রুয়ারি ২০১১ |
শিবচুতে পুলিশের গুলিতে মৃত্যু |
|
নির্মাণ সেস আদায় বাড়ছে রাজ্যের নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের কোষাগারে টানাটানির মধ্যে নির্মাণ সেস আদায়ে সাফল্যের মুখ দেখছে শ্রম দফতর। আইন অনুযায়ী, নতুন বাড়ি তৈরির সময় আদায়-হওয়া সেসের টাকা নির্মাণ কর্মী কল্যাণ তহবিলে জমা পড়ার কথা। কিন্তু সেস জমা দেওয়ায় দেদার ফাঁকি এড়াতে সম্প্রতি বিশেষ অভিযান চালু করেছিল শ্রম দফতর। তিন মাসে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ১৮ কোটি টাকা সেস আদায় হয়েছে। এই গতি সব জেলায় বজায় থাকলে এই ক্ষেত্রে শ্রম দফতরের আয় অনেকটাই বেশি হবে বলে শ্রম-কর্তাদের আশা। কলকাতা পুরসভা এলাকায় সেস আদায় অভিযানের নেতৃত্বে আছেন অ্যাসিস্ট্যান্ট শ্রম কমিশনার বিতান দে। দফতর সূত্রের খবর, কলকাতায় এই অভিযানে ভাল সাড়া মিলছে। |