জলরঙের নিসর্গ-রচনায় দিলীপ দাস এক নিজস্ব নির্জনতার পরিসর তৈরি করেছেন। অ্যাকাডেমিতে সম্প্রতি অনুষ্ঠিত তাঁর ১৯তম এককে তিনি যে ২২টি ছবি দেখালেন, যেখানে শিল্পী নিসর্গের ভিতর থেকে বের করে এনেছেন এক মগ্ন অনৈসর্গিক। একটি ছবি প্রস্ফুটিত হলুদ ফুলের। অন্যটি অন্ধকার জলাশয়ে ভাসমান একটি হাঁসের। এই হাঁসের ছবিটির ভিতর আমাদের স্বদেশচেতনা আশ্রিত আধুনিকতার পরম্পরায় একটি বিরল মুহূর্ত স্পন্দিত হয়।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.