টুকরো খবর
পথ দুর্ঘটনায় মৃত এক
সরস্বতী পুজোর সকালে নতুন মোটরসাইকেল নিয়ে বেড়াতে বেরিয়েছিল বাগুইআটির বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্র সুশান্ত চক্রবর্তী। পিছনে বসে ছিল বন্ধু চয়ন চৌধুরী। ভিআইপি রোডে বাঙুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্যাক্সিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশান্তর। গুরুতর জখম অবস্থায় চয়ন ভর্তি তেঘরিয়ার এক নার্সিংহোমে। পুলিশ জানায়, উল্টোডাঙার দিকে যাওয়ার সময়ে মোটরসাইকেলটি ট্যাক্সিতে ধাক্কা মারে। সুশান্ত ও চয়ন পড়ে যায়। মাথায় গুরুতর চোট-সহ সুশান্তকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিত্‌সকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাগুইআটির আমবাগানের বাসিন্দা সুশান্তের আগামী বছর উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা। সুশান্তর বাবা সুকান্ত চক্রবর্তী পেশায় পুরোহিত। সুকান্তবাবুর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতেই সুশান্তকে সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেলটি কিনে দেওয়া হয়। এলাকার বাসিন্দা নিতাই দে বলেন, “ভাল ছেলে বলে পরিচিত ছিল সুশান্ত। সবার সঙ্গে মিশত। এই খবর পাওয়ার পর থেকে পাড়ার পুজো বন্ধ বললেই চলে। মণ্ডপে আলো জ্বলেনি, মাইক বাজেনি।” বাগুইআটিরই অর্জুনপুরের বাসিন্দা সুশান্তর বন্ধু চয়ন পুলিশকে জানায়, প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল সুশান্ত। বারবার আস্তে চালাতে বললেও সে কথা শোনেনি। হাসপাতাল সূত্রে খবর, চয়নের অবস্থা স্থিতিশীল।

ফের ট্রাফিক সার্জেন্টকে মারধর, অভিযুক্ত যুবক
গার্ডেনরিচে কলকাতা পুলিশের সাব-ইনস্পেক্টর তাপস চৌধুরী হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল এখনও অধরা। তার মধ্যেই ফের কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেলেঘাটা থানা এলাকায় রাণি রাসমণি বাজারে। পুলিশ জানায়, বেলেঘাটা ট্রাফিক গার্ডের সার্জেন্ট রুদ্রনীল মুখোপাধ্যায় অভিযোগ করেন, রাত আটটা নাগাদ রাণি রাসমণি বাজারের সামনে রাস্তা আটকে দাঁড়িয়েছিল একটি অটো। তার জেরে ওই রাস্তায় যানজট হচ্ছিল। রুদ্রনীলবাবু অটোচালককে গাড়ি সরাতে বলেন। অভিযোগ, অটোচালকের সঙ্গে তিনি যখন কথা বলছিলেন, তখন আচমকাই তোতন নামে ওই যুবক অটোচালকের পক্ষ নিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন, ধাক্কা দেন। পরে সকলের সামনে রুদ্রনীলবাবুকে মারধও করে তোতন। শুক্রবার রাত পর্যন্ত কেন গ্রেফতার করা হল না ওই যুবককে? কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) সত্যজিত্‌ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ট্রাফিক সার্জেন্টকে মেরেছেন। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”

চালু হবে বিএড
বিএড পাঠনপাঠন চালু করতে চায় শতাব্দী প্রাচীন ন্যাশনাল হাইস্কুল। এ নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা শুরু হয়েছে বলে জানান স্কুলের পরিচালন সমিতির সভাপতি এস রাধাকৃষ্ণন। মাস ছয়েকের মধ্যে বিএড খোলার কাজ শুরু করা যাবে বলে আশাবাদী তিনি। দক্ষিণ কলকাতার শরত্‌ বসু রোড এবং হাজরা রোডে দু’টি পৃথক ভবনে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্লাস হয়। সব মিলিয়ে প্রায় তিন হাজার পড়ুয়া। বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া অনুদানে ১৯৩৪ সালে দেশপ্রিয় পার্কের কাছে শরত্‌ বসু রোডে স্কুলের ভবন তৈরির কাজ শুরু হয়েছিল। তখন স্কুল ভবন তৈরির জন্য কেউ দিয়েছিলেন ১ টাকা, কেউ বা চার হাজার টাকা। পরিচালন সমিতির সভাপতি শুক্রবার বলেন, “সি ভি রামন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই স্কুলের জন্ম। এটিই কলকাতার একমাত্র স্কুল যেখানে তামিল মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে। রবিবার স্কুলের ১০০ বছর পূর্তি। আমরা এ বছরই সেখানে বিএড শাখা খুলতে চাই।”

‘শ্লীলতাহানি’, ধৃত
শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম বিক্রম সাউ। তিনি একটি কল সেন্টারে কাজ করেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কিড স্ট্রিটে এক তরুণীকে তিনি জোর করে মাথায় সিদুঁর পরিয়ে দেন। তরুণীর চিত্‌কার শুনে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে বিক্রমকে গ্রেফতার করা হয়। তদন্তে পুলিশ জেনেছে, ওই তরুণী বিক্রমের পূর্ব পরিচিত। তাঁদের মধ্যে এক সময়ে ঘনিষ্ঠ সম্পর্কও ছিল।

টালিগঞ্জে বধূর অস্বাভাবিক মৃত্যু
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হল। শুক্রবার, টালিগঞ্জে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সতীশ মুখার্জি রোডের বাসিন্দা তাপসী হালদার (৩০) নামে ওই মহিলা পারিবারিক অশান্তির জেরে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বাইক চুরি, ধৃত
মোটরসাইকেল চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে জোড়াবাগান থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে। ধৃত অভি সিকদার (২৭) দত্তপুকুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ দিন তার কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল মিলেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.