এক ব্যক্তিকে গুলি চালিয়ে জখম করার ঘটনায় ধৃত মূল অভিযুক্তকে জেরা করে পুলিশ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করল। পুলিশের দাবি, শুক্রবার ভোরে ঘটনায় ধৃত শেখ আক্রমের লুকোনো ডেরা থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে। কাঁকরতলার ওই গুলিচালনার ঘটনায় মূল অভিযুক্ত শেখ আক্রমকে বৃহস্পতিবার ভোরেই গ্রেফতার করেছিল পুলিশ। সেদিনই দুবরাজপুর আদালতের বিচারক ধৃতকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রামে গুলি চলেছিল। তাতে শেখ স্বপন নামে ওই স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, আড্ডা চলাকালীন হঠাৎই কোনও বিষয় নিয়ে বচসা বাধলে ওই স্বপনবাবুকে গুলি করা হয়। জখম শেখ স্বপনকে স্থানীয় বাসিন্দারা সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। আহতের দাদা শেখ মনোজ অবশ্য পুলিশের কাছে অভিযোগে দাবি করেছিলেন, ওই গ্রামেরই বাসিন্দা শেখ আক্রম ও আরও কয়েক জন আড্ডায় ডেকে এনে স্বপনকে খুনের চেষ্টা করেছে। অভিযোগ পেয়ে গত বুধবারই পুলিশ শেখ লালান নামে এক জনকে গ্রেফতার করে। পরে ধরা পড়ে শেখ আক্রম। পুলিশের দাবি, আক্রমকে জেরা করে মেলা অস্ত্র দিয়েই সেদিন গুলি করা হয়েছিল। পুলিশ অবশ্য জানিয়েছে, ওই রাতে ঠিক কী কারণে গুলি চলেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
|