ইরানের পরমাণু অস্ত্র বিতর্কে ভারতকে পাশে চাইছে ফ্রান্স। নয়াদিল্লিতে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাঁদ আজ এক বক্তৃতায় এ কথাই স্পষ্ট করে দিয়েছেন।
অলাঁদের অনুরোধ, পরমাণু অস্ত্রপ্রসার রোধের গুরুত্ব যেন ইরানকে বোঝায় তার বন্ধু দেশ ভারত। ২০০৬ থেকে ইরানের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে যে ক’টি দেশ (পি৫+১) আলোচনা করছে, তার মধ্যে ফ্রান্স অন্যতম। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের সঙ্গে জার্মানিও এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ফ্রান্স তাই চায়, পরমাণু অস্ত্রপ্রসার রোধ নিয়ে আন্তর্জাতিক দায়বদ্ধতাকে সম্মান দিক তেহরান। ঘনিষ্ঠ বন্ধু ভারতই যাতে ইরানকে বোঝানোর দায়িত্ব নেয়, সেটাই আজ বুঝিয়েছেন অঁলাদ। সেই সূত্রে ফরাসি প্রেসিডেন্ট আজ ইরানের উদ্দেশেও শান্তির বার্তা দিয়েছেন। বলেছেন, “ফ্রান্সও ইরানকে বন্ধু ভাবতেই চায়।” তাঁর অনুরোধ, তেল সমৃদ্ধ এই দেশ যেন তার দায়বদ্ধতার কথাটা মাথায় রাখে।
অলাঁদের এই অনুরোধের বিষয়টি নয়াদিল্লি যদিও খুব একটা ভাল চোখে দেখছে না। বিদেশ মন্ত্রকের একটি সূত্রের বক্তব্যেই সে কথা স্পষ্ট। ওই সূত্র জানাচ্ছেন, ইরানের সঙ্গে ভারত কী বিষয় নিয়ে কথা বলবে, তা ফ্রান্সের বলার বিষয় নয়। নরম সুরেই দিল্লি জানিয়েছে, বিষয়টি নিয়ে তারাও যথেষ্ট সচেতন। পরমাণু অস্ত্রপ্রসার রোধের বিষয়ে ইরানের কাছ থেকে একটি প্রস্তাবের দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ভারত। দিল্লিও চায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশাবলি মাথায় রেখেই ইরান তাদের পরমাণু প্রকল্পের কাজ এগোক। ওই সূত্রের বক্তব্য, তাই এ বিষয়ে তৃতীয় কোনও দেশের ‘নাক গলানোটা’ বরদাস্ত করবে না দিল্লি। কারণ তেহরানের সঙ্গে দিল্লির সম্পর্কটা পুরোপুরি দ্বিপাক্ষিক। বস্তুত তেল আর গ্যাসে সমৃদ্ধ ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভাল। আর তা বজায় রাখাটাও যে ভারতের পক্ষে খুব জরুরি সেটা আজ ওই সূত্র আরও এক বার মনে করিয়ে দিয়েছেন। |