টুকরো খবর
ফুলের দাম চড়ছে পুজোয়
এক ভ্যালেন্টাইন্স ডে শেষ হতে না-হতে বাঙালি নতুন প্রজন্মের জীবনে আরও এক ভ্যালেন্টাইন্স ডে—সরস্বতী পুজো। এ দিনও পলাশ ফুলের সঙ্গে চাহিদা রয়েছে রক্ত গোলাপের। পরপর দু’দিনের এমন আবহে কোচবিহারের ফুলের বাজার যেন আগুনে পুড়ছে। দাম এতটাই বেশি যে গত কয়েক বছরের দেখা যায়নি। ফুল ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, এ বার পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে মিনি কুইন রক্ত গোলাপ। বেঙ্গালুরুর ডাচ গোলাপের সঙ্গে পাল্লা দিচ্ছে জারবেরা ও লিলি। তবে চাহিদা বেশি গোলাপের। একটি আধ ফোটা লাল ডাচ গোলাপ বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৫০ টাকা দামে। গত বছর বিক্রি হয়েছে ২০ টাকা থেকে ২৫ টাকায়। মিনিকুইন সবই লাল। কোলাঘাট থেকে ডাচের তুলনায় আকারের ছোট মিনিকুইন কোচবিহারের ফুল বাজারে এসেছে। চাহিদা বুঝে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত বছর প্রতিটি মিনিকুইন ৫ টাকা থেকে ৭ টাকায় বিক্রি হলেও এবার তা বেড়ে হয়েছে ১০ টাকা থেকে ১৪ টাকা। জেলা ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নীরেন দেব বলেন “ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো পরপর পড়ে যাওয়ায় গোলাপের চাহিদা বেড়েছে। তুলনায় মজুত কম। স্বাভাবিকভাবে দাম বেড়েছে। এ ভাবে গোলাপের বিক্রি এর আগে দেখা যায়নি।” রসিকবিল রসমতি গোসানীমারিতেও ছিল উপচে পড়া ভিড়। সরস্বতী পুজোয় ওই ভিড় কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন বনকর্তারা। শহরের শাড়ি বাজারে দেদার বিক্রি হচ্ছে ছোটদের শাড়ি।

সাইকেল বিলি করলেন দীপা
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে নতুন সাইকেল বিলি করলেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। বৃহস্পতিবার দিনভর দীপাদেবী রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করণদিঘি ও চাকুলিয়া ব্লকের বিভিন্ন এলাকায় একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে কয়েক হাজার সংখ্যালঘু ছাত্রীর হাতে নতুন সাইকেল দেন। দীপাদেবীর সাইকেল বিলিকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিলীপ দাস। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার জেলার সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে সাইকেল বিলির সিদ্ধান্ত নেয়। পঞ্চায়েত নির্বাচনের আগে দীপাদেবী নিজের প্রচারের জন্য রাজ্যের প্রকল্পকে হাতিয়ার করে সাইকেল বিলি করলেন।” দীপাদেবী বলেন, “কেন্দ্রীয় সরকারের টাকায় কেনা সাইকেল রাজ্য সরকার সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে বিলি করছে।”

এক রাতে তিন দোকানে চুরি
একই রাতে তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কোচবিহারে। বুধবার রাতে কোচবিহার শহরের জেলা পুলিশ সুপারের বাংলার অদূরে রেলঘুমটি চৌপতি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, তিনটি দোকানেরর মধ্যে একটি সোনার দোকান এবং বাকি দুটি প্রসাধনী সামগ্রী ও বাঁশ বিক্রির দোকান। প্রতিটি দোকানের টিনের চাল ও ঝাপ কেটে দুস্কৃতীরা ভিতরে ঢোকে। বৃহস্পতিবার সকালে এসে ব্যবসায়ীরা বিষয়টি টের পান। পুলিশ সুপারের বাংলোর পাশেই এই ভাবে চুরির ঘটনায় বাসিন্দারা শহরের নিরাপত্তার হাল নিয়ে প্রশ্ন তুলেছেন। কোচবিহারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি রাজেন বৈদ জানান, তিনটি দোকান মিলে প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র চুরি গিয়েছে। এসপির বাংলোর কাছে এমন ঘটনায় আমাদের উদ্বেগ বেড়েছে। জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

জাল শংসাপত্র
জাল জাতি শংসাপত্র-সহ এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন মহকুমাশাসক প্রতিমা দাস। বৃহস্পতিবার বালুরঘাটে। ধৃত যুবকের নাম ডাবল বর্মন। তাকে গ্রেফতার করে জালচক্রের অন্য পান্ডাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। তপন থানার তারাজপুর এলাকার বাসিন্দা ধৃত যুবক জাল শংসাপত্রের বিষয়টি মেনে নিয়ে মহকুমাশাসকের কাছে লিখিত স্বীকারোক্তি দেওয়ার পর নথিপত্র সহ তাকে পুলিশে দেওয়া হয়। মহকুমাশাসক প্রতিমা দাস বলেন, “পূর্বতন মহকুমাশাসকের সই জাল করে শংসাপত্র তৈরি হয়েছে। অভিযুক্তের কাছ থেকে ৪টি জাল শংসাপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।” ধৃত কয়েকদিন আগে মহকুমাশাসকের কাছে স্থায়ী বাসিন্দার প্রমাণের শংসাপত্র চেয়ে আবেদন করেন। তার নথি পরীক্ষার সময় শংসাপত্র দেখে মহকুমাশাসকের সন্দেহ হয়।

আসন সংরক্ষণ তালিকা প্রকাশিত
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের ৬৫ টি পঞ্চায়েতের চূড়ান্ত আসন সংরক্ষণ তালিকা প্রকাশিত হল। পাশাপাশি, জেলার ৮টি পঞ্চায়েত সমিতির খসড়া আসন সংরক্ষণ তালিকাও প্রকাশ হয়েছে। জেলা পঞ্চায়েত আধিকারিক প্রলয় রায় চৌধুরী জানান, পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত হয়েছে। ৬৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তফসিলি উপজাতির জন্য ১২টি, তফসিলি জাতির জন্য ২০টি আসন সংরক্ষণ হয়েছে। বালুরঘাট, বংশীহারী ও তপন—তিনটি পঞ্চায়েত সমিতির সভাপতির আসন সাধারণ শ্রেণির সংরক্ষণ করা হয়েছে।

উদ্যোগী প্রশাসন
বৃহস্পতিবার ইটাহারের দিগনা এলাকায় আইটিআই তৈরির জন্য সরকারি জমি চিহ্নিত করল জেলা প্রশাসন। মহিলা কলেজ ও মডেল স্কুল তৈরির জন্য রানিপুর এলাকায় জমি চিহ্নিত করা হয়। পদক্ষেপে আশাবাদী স্থানীয় বাসিন্দা।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার শ্রীরামহাট এলাকায়। ধৃতের নাম উকিল বর্মন।

ডাকাতিতে ধৃত
ডাকাতিতে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.