|
|
|
|
পথ অবরোধ ফালাকাটায় |
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
যাতায়াতের রাস্তায় বেড়া দেবার ঘটনার প্রতিবাদে টানা ছয় ঘণ্টা পূর্ত সড়ক অবরোধ করে রাখলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ১০ থেকে ফালাকাটা ব্লকের ছোট শালকুমার গ্রাম পঞ্চায়েতের উমাচরণপুর গ্রামের পাশে ফালাকাটা-মাদারিহাট সড়কে ঘটনাটি ঘটে। অবরোধের জেরে রাস্তার দুই ধারে প্রচুর গাড়ি আটকে পড়ে। গ্রাম পঞ্চায়েতেরর কয়েকজন কর্তা ও পুলিশ গিয়ে সাত দিনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে দেন বাসিন্দারা। সিপিএম পরিচালিত ছোট শালকুমার গ্রাম পঞ্চায়েতের দলনেতা মকবুল হুসেন জানান, “এক সপ্তাহের মধ্যে আমরা বিষয়টি কী ভাবে নিষ্পত্তি করা যায় তা নিয়ে বৈঠক করব।”
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আমজাদ হুসেন প্রধানের বাবা আবদুল হক প্রধানের জমির মাঝখান দিয়ে একটি পথ দিয়ে দীর্ঘদিন ধরে বাসিন্দারা চলাফেরা করতেন। ১২ টি বাড়ির বাসিন্দা তিন সপ্তাহ আগে ওই রাস্তা বন্ধ করে চাষাবাদ করাকে কেন্দ্র করে বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। বাসিন্দাদের দাবি, ভূমি রাজস্ব দফতরের নকশা অনুযায়ী সেখানে ১৬ ফুট চওয়া রাস্তা রয়েছে। বেআইনিভাবে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাবা প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে দেন। বাসিন্দাদের সঙ্গে সুর মেলান বর্তমান পিডিএস দলের থেকে জয়ী পঞ্চায়েত সদস্যা ফুলজান বিবি। তাঁর স্বামী মহবুল প্রধান বলেন, “রাস্তা বন্ধ করে দেওয়ায় অনেকটা ঘুর পথ ধরে বাসিন্দাদের পাকা রাস্তায় উঠতে হচ্ছে। এটা কিছুতে মানা যায় না।”
অসুস্থতার কারণে তাঁর বাবা আবদুল হক প্রধান চিকিৎসা করাতে বাইরে গিয়েছেন বলে জানান সিপিএম দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আমজাদ হুসেন। তিনি বলেন, “নকশায় রাস্তা বলা হচ্ছে তা আসলে জমির আল সেখানে কোনওদিন রাস্তা ছিল না।” |
|
|
|
|
|